নতুন প্রজন্মের স্মার্টফোনপ্রেমীদের জন্য সুখবর। ৫ মে দুপুর ১২টা থেকে শুরু হচ্ছে CMF Phone 2 Pro এর ওপেন সেল। সেল উপলক্ষে ক্রেতারা আকর্ষণীয় ছাড় পাবেন। এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১৮,৯৯৯ টাকা। ডিভাইসটি ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে।
সিএমএফ ফোন ২ প্রো এর ডিজাইন যথেষ্ট ইউনিক এবং এতে প্রিমিয়াম ফিনিশ আছে। এটি চারটি আকর্ষণীয় রঙে এসেছে – ব্ল্যাক, লাইট গ্রিন, অরেঞ্জ ও হোয়াইট। সিএমএফ ফোন ১ -এর মতোই, এই নতুন ডিভাইসে রয়েছে অতিরিক্ত অ্যাক্সেসরিজ যোগ করার সুবিধা। যেমন – ইন্টারচেঞ্জেবল কভার, লেন্স, স্ট্যান্ড, কার্ড হোল্ডার ও ল্যানিয়ার্ড, যেগুলি আলাদাভাবে কেনা যাবে।
সিএমএফ ফোন ২ প্রো ডিভাইসে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রো প্রসেসর। এর সামনে দেখা যাবে ৬.৭৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
ফটোগ্রাফি প্রেমীদের জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ৫০-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (EIS সহ), ৫০-মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ৮-মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে পাওয়া যাবে ১৬-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ৪৭ ঘণ্টা কল টাইম এবং ২২ ঘণ্টা ইউটিউব স্ট্রিমিং করতে দেবে। এই ব্যাটারি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য CMF Phone 2 Pro স্মার্টফোনে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.