শুরু হচ্ছে Diwali With Xiaomi সেল, Redmi 15 5G থেকে Redmi Note 14 Pro 5G সব পাওয়া যাবে কম দামে

সামনেই উৎসবের মরসুম। আর সেই উপলক্ষ্যেই Xiaomi ভারতে ঘোষণা করতে চলেছে Diwali With Xiaomi সেল। এই সেলে Redmi 15 5G বাম্পার ছাড় সহ পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে। এর পাশাপাশি ব্র্যান্ডের অন্যান্য স্মার্টফোনও সেলের সময় অনেক সস্তায় বিক্রি হবে। এর মধ্যে থাকবে নতুন ও পুরানো উভয় ধরনের ডিভাইস। আপনি Diwali With Xiaomi সেলে Redmi Note 14 Pro 5G, Note 14 Pro+ 5G ও Redmi 14c এর উপরেও বিশেষ ডিল পাবেন। আর Redmi Buds 5C ইয়ারবাডটিও সেল চলাকালীন কম দামে পাওয়া যাবে।
Diwali With Xiaomi সেলে স্মার্টফোন ও ইয়ারবাডে অফার
সম্প্রতি রেডমি ইন্ডিয়া এক্স প্ল্যাটফর্মে একাধিক পোস্টের মাধ্যমে আসন্ন Diwali With Xiaomi সেলে কোন কোন স্মার্টফোনে কত ছাড় পাওয়া যাবে তা প্রকাশ করেছে। জানা গেছে সেলে Redmi 15 5G এর দাম শুরু হবে ১৪,৯৯৯ টাকা থেকে। যেখানে ডিভাইসটির প্রারম্ভিক মূল্য ১৬,৯৯৯ টাকা। এই সেলের জন্য ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে একটি মাইক্রোসাইটও লাইভ করা হয়েছে।
তবে দিওয়ালি উইথ শাওমি সেল কবে থেকে শুরু হবে বা কত তারিখে শেষ হবে তা এখনও অজানা। কেবল সেলের অফারগুলি এখন প্রকাশ করা হচ্ছে। এই সেলে Redmi Note 14 Pro 5G ও Note 14 Pro+ 5G মডেল দুটি ২০,৯৯৯ টাকায় এবং ২৪,৯৯৯ টাকায় বিক্রি হবে। যদিও হ্যান্ডসেট দুটির বর্তমান দাম যথাক্রমে ২৪,৯৯৯ টাকা এবং ৩০,৯৯৯ টাকা।
Redmi 14c থেকে Redmi Buds 5C এর দাম কমবে
Diwali With Xiaomi সেলের সময় Redmi 14c মডেলটি ডিসকাউন্ট সহ ৮,৯৯৯ টাকায় কেনা যাবে, যার ভারতে আসল মূল্য ৯,৯৯৯ টাকা। অর্থাৎ ১,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। কোম্পানি আরও জানিয়েছে যে, সেল চলাকালীন Redmi Buds 5C এর দাম ১,৯৯৯ টাকা থেকে কমে ১,৭৯৯ টাকা হবে।
Amazon ও Flipkart থেকেও সেলের লাভ ওঠানো যাবে
ক্রেতারা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি Amazon ও Flipkart থেকেও এই সেলের অফারগুলির লাভ ওঠাতে পারবেন। এই ই-কমার্স সাইট দুটি থেকেও Redmi 15 5G, Redmi Note 14 Pro 5G, Note 14 Pro+ 5G, Redmi 14c ও Buds 5C কম দামে কেনা যাবে।