স্মার্টফোনের বাজারে যেখানে ব্র্যান্ডগুলির মধ্যে ক্যামেরা, প্রসেসর, ডিজাইন নিয়ে লড়াই চলছে, ঠিক সেখানে ডাচ কোম্পানি Fairphone আস্থা রেখেছে ফোন কত সহজে সারানো যায় তার উপরে। আসলে গত মাসে বাজারে এসেছে তাদের নতুন ফোন Fairphone 6। আর সম্প্রতি iFixit এই ডিভাইসের টিয়ারডাউন রিভিউতে ১০-এর মধ্যে ১০ পয়েন্ট দিয়েছে, যা আগে কোনও স্মার্টফোন পায়নি।
ফেয়ারফোন ৬ ফোনে খুব হাই-এন্ড স্পেসিফিকেশন নেই। এতে আছে ৬.৩১ ইঞ্চি এলটিপিও ওএলইডি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এর সাথে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৪১৫ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। তবে যেটা নিয়ে সবচেয়ে বেশি চর্চা, সেটা হচ্ছে স্মার্টফোনটির ভেতরের ডিজাইন।
iFixit তাদের রিভিউতে জানিয়েছে, এই ডিভাইসে কোনো ধরনের গ্লু ছাড়া পার্টস বসানো হয়েছে, যা একে সহজে ঠিক করতে দেয়। এর স্ক্রিন, ক্যামেরা, ইউএসবি-সি পোর্ট, সবই T5 Torx স্ক্রু দিয়ে আটকানো, কোনো আঠা ব্যবহার করা হয়নি। ব্যাটারিটা যদিও আগের মতো টুল-ফ্রি নয়, কারণ নতুন সফট-পাউচ ডিজাইনের জন্য, তবুও মাত্র চারটে স্ক্রু খুলেই ব্যাটারি বদলানো সম্ভব।
Fairphone নিজেই এই ফোন ক্রেতাদের অফিশিয়াল রিপেয়ার গাইড আর সস্তায় স্পেয়ার পার্টস কেনার সুযোগ দিচ্ছে। ফলে বাড়ি বসেই নিজের ফোন নিজে সারাই করে নেওয়া যাবে। এটা যে শুধু ই-ওয়েস্ট কমাবে তাই নয়, ফোনের আয়ুও বাড়াবে বলে দাবি।
এদিকে Fairphone 6 আইপি৫৫ রেটিং সহ এসেছে, অর্থাৎ এটি ধুলো আর জলের ছিটেফোঁটা প্রতিরোধ করতে পারবে। যদিও এই রেটিং খুব টেকসই মানা হয় না। তবে সাধারণ ব্যবহারের ক্ষেত্রে কোনো সমস্যা আসতে দেবে না।
এই স্মার্টফোনের আরেকটা বড় চমক হল সফটওয়্যার আপডেট। কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে, এতে ২০৩৩ সাল পর্যন্ত আপডেট পাওয়া যাবে। ফোনটি সাতটা মেজর অ্যান্ড্রয়েড আপডেট আর আট বছর সিকিউরিটি প্যাচ পাবে। ইউরোপে Fairphone 6 এর দাম রাখা হয়েছে ৫৯৯ ইউরো, যা ভারতীয় টাকায় প্রায় ৭০,০০০ টাকার কাছাকাছি। fairphone.com ওয়েবসাইট থেকে ডিভাইসটি অর্ডার করা যাচ্ছে। এর সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.