নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন কিন্তু বাজেট ১০ হাজার টাকার কম? তাহলে চিন্তা করবেন না, কারণ বর্তমানে বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ড এই দামের মধ্যে অত্যাধুনিক ফিচার সহ স্মার্টফোন বাজারে আনছে। এই প্রতিবেদনে আমরা ১০ হাজার টাকার কম দামে উপলব্ধ এমন পাঁচটি নতুন ফোন সম্পর্কে বলবো।
রেডমি এ৫ হল সাশ্রয়ী মূল্যের ৪জি স্মার্টফোন। এর ৩ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬,৪৯৯ টাকা এবং ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৭,৪৯৯ টাকা। ফিচারের কথা বললে, এতে আছে ইউনিসক T7250 চিপসেট, ৫২০০ এমএএইচ ব্যাটারি ও ৬.৮৮ ইঞ্চির ১২০ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য এতে ৩২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। এটি IP52 রেটিংসহ এসেছে।
এই ৫জি ফোনের দাম মাত্র ৯,৫৯৯ টাকা থেকে শুরু হয়েছে। এটি ৪ জিবি ও ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্টজ ডিসপ্লে। আবার ক্যামেরার কথা বললে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এর বডি IP54 রেটিং প্রাপ্ত।
এসারের এই ৫জি ফোনটির দাম ৯,৯৯০ টাকা। এতে পাওয়া যাবে ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, ৬.৭৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ক্যামেরা হিসেবে পিছনে পাওয়া যাবে ৬৪ মেগাপিক্সেল Sony সেন্সর ও সামনে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এটি IP50 রেটিং প্রাপ্ত।
মাত্র ৯,১৯৯ টাকায় বিক্রি হচ্ছে এই স্যামসাং ৫জি ফোনটি। এতে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। অ্যান্ড্রয়েড ১৫ চালিত এই স্মার্টফোনটি চার বছরের সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট পাবে।
স্যামসাং-এর অন্যতম সাশ্রয়ী এই ৫জি ফোনটি মাত্র ৯,৫৭২ টাকায় কেনা যাবে। ফিচার প্রায় Galaxy M06 এর মতোই, রয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কাস্টম স্কিন।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.