অ্যামাজন-ফ্লিপকার্টে শুরু হয়েছে রিপাবলিক ডে সেল। এই সেলে রিয়েলমির সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লের ফোন Realme GT 6T 5G অনেক কম দামে কেনা যাচ্ছে। আজ্ঞে হ্যাঁ! 6000 নিটস ডিসপ্লে সহ আসা এই ডিভাইসের সাথে 4,000 টাকা বেশি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই স্মার্টফোনের বিশেষ বিশেষত্ব হল 5500mAh ব্যাটারি, যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ডুয়েল ভেপার চেম্বার (ভিসি) কুলিং সিস্টেম উপস্থিত। আসুন অ্যামাজন ও ফ্লিপকার্ট থেকে Realme GT 6T 5G কত টাকায় কেনা যাবে দেখে নেওয়া যাক।
Realme GT 6T 5G ফোনের সাথে লোভনীয় অফার
রিয়েলমি জিটি 6T 5G অ্যামাজন ও ফ্লিপকার্টের রিপাবলিক ডে সেলে 4,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে। এর 8 জিবি + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে 26,964 টাকায় বিক্রি হচ্ছে। এটি অ্যামাজনে 28,998 টাকায় তালিকাভুক্ত হয়েছে। তবে অ্যামাজনে 2,000 টাকা কুপন ডিসকাউন্ট অ্যাপ্লাই করলে এটি 26,998 টাকায় কেনা যাবে। ডিভাইসটি গত বছর 30,999 টাকায় লঞ্চ হয়েছিল।
ব্যাঙ্ক ডিসকাউন্টের কথা বললে, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে এটি কিনলে 5% ক্যাশব্যাক পাওয়া যাবে। অন্যদিকে, অ্যামাজন আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে 5% ক্যাশব্যাক মিলবে। এর পাশাপাশি এক্সচেঞ্জ ডিসকাউন্ট মিলবে।
রিয়েলমি জিটি 6T 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
রিয়েলমি জিটি 6T 5G স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট এবং 6000 নিটস পিক ব্রাইটনেস সহ 6.78-ইঞ্চি LTPO AMOLED কার্ভড ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটি 12 জিবি পর্যন্ত র্যাম এবং 512 জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে।
ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে আছে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর সেটআপ। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক রিয়েলমি ইউআই 5.0 সফ্টওয়্যার স্কিনে চলে।