মোবাইল

আজ থেকে Flipkart-এ শুরু Big Saving Days সেল, স্যামসাং, মোটো ও আইফোনে রয়েছে ফাটাফাটি ছাড়

Published on:

Flipkart big saving days sale deals on iphone Samsung moto nothing Smartphone discount offer

৭ মার্চ অর্থাৎ আজ থেকে শুরু হল Flipkart Big Saving Days সেল ২০২৫। এই সেলের লোভনীয় অফারের মাধ্যমে বেশ কম দামে কেনা যাবে স্মার্টফোন থেকে বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট। বিশেষ করে আইফোন ১৬ প্রো, আইফোন ১৬, আইফোন ১৩, আইফোন ১৬ই, স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজ, নাথিং ফোন ২এ, মোটো জি৮৫ এর মতো একাধিক নামী স্মার্টফোনে। আসুন জেনে নেওয়া যাক সেলে এই ফোনগুলি কত দামে কেনা যাবে।

Flipkart Big Saving Days সেলে অ্যাপল আইফোনে অফার

ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে iPhone 16 এর দাম ৫৯,৯৯৯ টাকা থেকে শুরু। যার আসল দাম ৭৯,৯০০ টাকা, অর্থাৎ ১৯,৯০১ টাকা ছাড় রয়েছে। এর সাথে HDFC ব্যাংকের ৪,০০০ টাকার ডিসকাউন্ট অফার এবং ৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস অন্তর্ভুক্ত।

ঠিক তেমনই, iPhone 16 Plus এবং iPhone 16 Pro যথাক্রমে – ৬৯,৯৯৯ টাকায় এবং ১,০৩,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে, নতুন iPhone 16e-তেও বড় ছাড় রয়েছে। দাম কমিয়ে ৫৫,৯০০ টাকা করার প্রতিশ্রুতি দিয়েছে ফ্লিপকার্ট। এটির লঞ্চ মূল্য ৫৯,৯০০ টাকা। এদিকে iPhone 15 এবং iPhone 13 এর দাম যথাক্রমে – ৫৮,৯৯৯ টাকা এবং ৪০,৯৯৯ টাকা।

Samsung Galaxy S24 সিরিজ কম দামে কেনা যাবে ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে

ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজেও বড় ছাড় পাওয়া যাবে। এই সিরিজের দাম শুরু ৫২,৯৯৯ টাকা থেকে। গ্যালাক্সি এস২৪ প্লাস মডেলটির দাম ৫৪,৯৯৯ টাকা। দুটি ফোনের মধ্যে দামের ব্যবধান খুব কম। আর যারা নতুন এস২৫ সিরিজ কিনতে চান, সেক্ষেত্রে দাম শুরু ৭৩,৯৯৯ টাকা থেকে। এই সিরিজ ছাড়াও স্যামসাংয়ের ফোল্ডেবল ফোন, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর দাম কার্যকরভাবে ১,৪৯,৯৯৯ টাকায় নেমে এসেছে, যার লঞ্চ মূল্য ছিল ১,৬৪,৯৯৯ টাকা।

Nothing ও Motorola ফোনে আকর্ষণীয় অফার

সেলে Nothing Phone 2a এবং Phone 2a Plus এর দাম যথাক্রমে – ১৯,৯৯৯ টাকা এবং ২৫,৪৯৯ টাকা। অন্যান্য জনপ্রিয় স্মার্টফোন, যেমন Moto Edge 50 এবং Moto G85 এর দাম যথাক্রমে ২০,৯৯৯ টাকা এবং ১৫,৯৯৯ টাকা। সবশেষে, Poco X6 Pro পাওয়া যাচ্ছে ১৯,৯৯৯ টাকায়।