ফ্লিপকার্টে চলছে Big Saving Days Sale। এই সেলে টেকনো স্মার্টফোনে রয়েছে বিশাল ছাড়। এই পরিস্থিতিতে আপনি যদি কম দামে নতুন অসাধারণ ক্যামেরার ফোন কিনতে চান, তাহলে টেকনোর একটি সেরা ফোন বেছে নিতে পারেন। ১০৮ মেগাপিক্সেল এআই ক্যামেরা এবং ১৬ জিবি পর্যন্ত র্যাম সহ আসা এই স্মার্টফোনটি ফ্লিপকার্ট সেলে ১১,০০০ টাকার কম দামে কেনা যাবে। এই হ্যান্ডসেটের নাম Tecno Pova 6 Neo 5G। এটি ৫ বছর ধরে ল্যাগ-ফ্রি পারফরম্যান্স দেবে বলে কোম্পানির তরফে দাবি করা হয়েছে।
Tecno Pova 6 Neo 5G স্মার্টফোনে দুর্দান্ত ছাড়
টেকনো পোভা ৬ নিও ৫জি এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১২,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছে। তবে ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে এটি বর্তমানে ১১,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। অর্থাৎ ১,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও, ব্যাঙ্ক কার্ড অফারে আরও ১,০০০ টাকা ডিসকাউন্ট মিলবে।
উপরন্তু, আপনি আপনার পুরানো ফোন এক্সচেঞ্জ করে টেকনো পোভা ৬ নিও ৫জি নিতে চাইলে ১০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাবেন। এটি অরোরা ক্লাউড এবং মিডনাইট শ্যাডো কালারে এসেছে।
Tecno Pova 6 Neo 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
টেকনো পোভা ৬ নিও ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭-ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৮ জিবি ফিজিক্যাল র্যাম ও ৮ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে। কোম্পানির দাবি, পাঁচ বছর ল্যাগ-ফ্রি পারফরম্যান্স দেবে এই ফোন।
এই টেকনো ডিভাইসে ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ডুয়েল স্টেরিও স্পিকার এবং আইপি৫৪ রেটেড বিল্ড আছে। ফটোগ্রাফির জন্য Tecno Pova 6 Neo 5G ফোনে ৩এক্স ইন-সেন্সর জুম সহ এআই-সমর্থিত ১০৮-মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
রিয়ার ক্যামেরায় সুপার নাইট মোড, টাইম-ল্যাপস, ভ্লগ এবং ডুয়াল ভিডিও সহ একাধিক ফটোগ্রাফি মোড সাপোর্ট করে। এই হ্যান্ডসেটে এআইজিসি পোর্ট্রেট, এআই ম্যাজিক ইরেজার, এআই কাটআউট, এআই ওয়ালপেপার, এআই আর্টবোর্ড এবং আস্ক এআই সহ বেশ কয়েকটি এআই ফিচার আছে।