Flipkart Freedom Sale শুরু হয়েছে ১ আগস্ট থেকে, যা চলবে ৮ আগস্ট পর্যন্ত। স্বাধীনতা দিবস উপলক্ষে এই বিশেষ সেলে ফোন, ইলেকট্রনিক্স, ফ্যাশন, অ্যাপ্লায়েন্স, আসবাব, গ্রোসারি সহ সমস্ত প্রোডাক্টে আকর্ষণীয় ছাড় পাওয়া যাবে। সরাসরি ডিসকাউন্ট তো আছেই, এর সাথে রয়েছে এক্সচেঞ্জ বোনাস, নো-কস্ট ইএমআই, এবং বিভিন্ন ব্যাঙ্কের কার্ডে ক্যাশব্যাক অফার। এই প্রতিবেদনে আমরা স্মার্টফোনের ওপর Flipkart Freedom Sale এর সেরা পাঁচটি ডিল সম্পর্কে বলবো।
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে iPhone 16 কম দামে কেনা যাবে। এটি ৭৯,৯৯৯ টাকায় লঞ্চ হলেও, এখন ফ্লিপকার্টে ৬৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনে আছে ১২ জিবি র্যাম, ১২৮ জিবি স্টোরেজ, এ১৮ চিপ ও আইওএস ১৮ অপারেটিং সিস্টেম। এর সাথে পাওয়া যাবে ৬.১ ইঞ্চি রেটিনা এক্সডিআর ডিসপ্লে ও ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা।
এই সেলে অ্যাপলের iPhone 16e মডেলটিও সস্তায় কেনার সুযোগ রয়েছে। ফ্লিপকার্ট ফ্রিডম সেলে ফোনটি ৫৪,৯০০ টাকায় তালিকাভুক্ত আছে, যেখানে লঞ্চের সময় এর বেস ভ্যারিয়েন্টের দাম ছিল ৫৯,০০০ টাকা। এই ডিভাইসে পাওয়া যাবে এ১৮ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা।
নতুন ডিজাইনের স্মার্টফোন খোঁজ করলে Nothing 3a বেছে নিতে পারেন। এতে মিলবে ট্রান্সপারেন্ট ব্যাক আর Glyph LED নোটিফিকেশন লাইট। Flipkart Freedom সেলে এর দাম পড়ছে ২৪,৯৯৯ টাকা, যার আগে মূল্য ছিল ২৮,১৪৯ টাকা। ফিচার হিসেবে এই ফোনে পাবেন ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ৫০ মেডিকেল ক্যামেরা সেটআপ, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর।
যারা স্যামসাং ব্র্যান্ডের ফোন ব্যবহার করতে পছন্দ করেন, তারা সেল থেকে S24 FE কিনতে পারেন। লঞ্চের সময় এর দাম ৫৯,৯৯৯ টাকা থাকলেও, এখন এটি বিক্রি হচ্ছে মাত্র ৩৫,৯৯৯ টাকায়। এই মডেলে রয়েছে এক্সিনস ২৪০০ই প্রসেসর, ৮ জিবি র্যাম, ২৫৬ জিবি স্টোরেজ, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
AI-ফিচারের স্মার্টফোন খোঁজ করলে Galaxy S24 কেনা বুদ্ধিমানের কাজ হবে। সেলে এটি ৭৯,৯৯৯ টাকার পরিবর্তে ৪৬,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এই ডিভাইসে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, গ্যালাক্সি এআই ও ওয়ানইউআই ৬ অপারেটিং সিস্টেম।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.