চলছে Flipkart গোট সেলে, ১৩ হাজার টাকার কমে ওয়াটারপ্রুফ Realme P3x 5G স্মার্টফোন

কম দামে ভালো ফিচারের ওয়াটারপ্রুফ ফোন কিনতে চাইলে সুখবর। Realme P3x 5G ডিভাইসটি আপনার সমস্ত চাহিদা পূরণ করবে। ১৭ জুলাই পর্যন্ত চলা ফ্লিপকার্টের GOAT সেলে এই স্মার্টফোনটি কেনা যাচ্ছে মাত্র ১২,৯৯৯ টাকায়। যেখানে লঞ্চের সময় এর ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৩,৯৯৯ টাকা। Realme P3x 5G স্মার্টফোনে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারি।

Realme P3x 5G এর উপর অন্যান্য অফার

সরাসরি ডিসকাউন্ট ছাড়াও, রিয়েলমি পি৩এক্স ৫জি ফ্লিপকার্ট গোট সেলে অন্যান্য অফারে পাওয়া যাচ্ছে। যেমন ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ৬৫০ টাকা ছাড় পাওয়া যাবে। অন্যান্য ব্যাঙ্কের কার্ডে রয়েছে ১২০ টাকার অতিরিক্ত ডিসকাউন্ট। আবার পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করে সর্বোচ্চ ১০,৬৫০ পর্যন্ত ছাড় আদায় করে নেওয়া যাবে।

Realme P3x 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

রিয়েলমি পি৩এক্স ৫জি ফোনে আছে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজোলিউশন ২৪০০x১০৮০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য Realme P3x 5G এর পিছনে LED ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত। সেলফির জন্য সামনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিনে চলে। আর এই ডিভাইসটি IP68 ও IP69 রেটিং সহ এসেছে, তাই হালকা জল লাগলেও নষ্ট হবে না।