কাল শেষ Flipkart গোট সেল, ৮০০০ টাকার মধ্যে Redmi, Samsung ও Realme এর সেরা স্মার্টফোন

কম দামে ভালো ও ফিচার-প্যাকড স্মার্টফোন খোঁজ করে থাকলে, এটাই উপযুক্ত সময়। ফ্লিপকার্টে এখন চলছে GOAT সেল, যা আগামীকাল ১৭ জুলাই পর্যন্ত চলবে। আর এই সেলেই ৮ হাজার টাকার কমে কিনতে পারবেন Samsung, Redmi, Motorola ও Poco-র মতো জনপ্রিয় ব্র্যান্ডের বাজেট ফোন। তবে দাম কম দলেও এই স্মার্টফোনগুলিতে আছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৬৩০০ এমএএইচ ব্যাটারি, এবং ১২ জিবি পর্যন্ত র‌্যাম।

Flipkart GOAT সেলে ৮০০০ টাকার কমে ফোন

Motorola G05

ফ্লিপকার্ট গোট সেলে মোটোরোলা জি০৬ স্মার্টফোনটি ৭,২৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এতে আছে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম। সাথে পাওয়া যাবে Unisoc T606 চিপসেট, ১২ জিবি র‌্যাম (ভার্চুয়াল সহ) এবং ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

Realme C71

রিয়েলমি সি৭১ এর বড় আকর্ষণ ৬৩০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া এতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৮ জিবি পর্যন্ত র‌্যাম অপশন (ভার্চুয়াল র‌্যাম সহ)। এর দাম শুরু হয়েছে ৭,৬৯৯ টাকা থেকে। ফটোগ্রাফির জন্য দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

POCO C75 5G

যারা 5G ফোন চাইছেন, তারা সেলে ৭,৬৯৯ টাকায় POCO C75 5G কিনতে পারবেন। এই ডিভাইসে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮৮ ইঞ্চি ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

Redmi A5

আপনি রেডমি ফোনের ভক্ত হলে সেল থেকে ৭,৪৯৯ টাকায় কিনতে পারবেন Redmi A5 ডিভাইসটি। এতে ৬.৭১ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১৩ গো এডিশন ওএস, ৫২০০ এমএএইচ ব্যাটারি আছে।

Samsung Galaxy F06 5G

স্যামসাং এর বাজেট 5G ডিভাইসে আছে ৬.৬ ইঞ্চি পিএলএস এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর, ৫০ মেগাঊ ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। এর দাম ৭,৯৯৯ টাকা।