ফ্লিপকার্ট সেলে Vivo T3 Pro 5G ফোনে ৩,৫০০ টাকা ছাড়, সঙ্গে আকর্ষণীয় অফার

২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে নতুন স্মার্টফোন খোঁজ করলে ঢুঁ মারতে পারেন ফ্লিপকার্টে। কারণ এই ই-কমার্স সাইটে চলছে ফ্লিপকার্ট মোবাইলস বোনাঞ্জা সেল (Flipkart Mobile Bonanza Sale)। এই সেলে জনপ্রিয় Vivo T3 Pro 5G ফোনটি পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে। এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ২২,৯৯৯ টাকা হলেও সেলে এটি ৩,৫০০ টাকা পর্যন্ত ছাড়ে কেনা যাচ্ছে।
এর পাশাপাশি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে মিলছে অতিরিক্ত ৫ শতাংশ ক্যাশব্যাক। শুধু তাই নয়, এক্সচেঞ্জ অফারে পুরনো ফোন বদলে Vivo T3 Pro 5G কিনলে ১৩,৩৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া সম্ভব। যদিও এই মূল্য নির্ভর অরবে পুরানো ফোনের ব্র্যান্ড, অবস্থা এবং কোম্পানির এক্সচেঞ্জ নীতির উপর।
Vivo T3 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ভিভো টি৩ প্রো ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৭৭ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে, যার রেজোলিউশন ২৩৯২x১০৮০ পিক্সেল, পিক ব্রাইটনেস লেভেল ৪৫০০ নিটস এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর। ফটোগ্রাফির কথা বললে, এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা উপস্থিত। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ভিভো টি৩ প্রো ৫জি চলে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে। আবার এই ডিভাইসটি IP64 রেটিংসহ ধুলো ও জল প্রতিরোধে সক্ষম।