মোবাইল

মাত্র ৭৯৯৯ টাকা থেকে 5G ফোন, ধামাকা সেলে অতি সস্তায় স্যামসাং, ভিভোর মোবাইল

Published on:

Flipkart month end mobile festival sale best deal on smartphones price starts only 7999

অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart-এ এখন চলছে ‘Month End Mobile Festival’ সেল। এই সেল আগামী ৩১ মার্চ শেষ হবে। সেলে একাধিক প্রিমিয়াম এবং মিডরেঞ্জ ডিভাইস বিশেষ ছাড়ে অর্ডার করা যাবে। ফলে এই মুহূর্তে আপনি যদি আপনার ফোন আপগ্রেড করতে চান এবং নতুন ডিভাইস কিনতে চান, তাহলে সেলের কয়েকটি সেরা ডিল দেখে নিন।

Samsung Galaxy S24+ 5G

স্যামসাংয়ের স্মার্টফোনটির দাম সেলে ৫৬,৯৯৯ টাকা রাখা হয়েছে এবং নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এতে ৬.৭ ইঞ্চির কোয়াড এইচডি+ ডিসপ্লে আছে এবং পিছনের প্যানেলে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এক্সিনস ২৪০০ প্রসেসরের সাথে ৪৯০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

Nothing Phone (2a) 5G

নথিং ফোন (৩এ) এর পূর্বসূরি মডেলে ফ্লিপকার্ট সেলে কম দামে বিক্রি হচ্ছে। এটি সেলের সময় অফারে ১৭,৯৯৯ টাকায় কেনা যাবে। এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি এবং ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সরযুক্ত ডুয়েল ক্যামেরা সিস্টেম উপস্থিত।

Google Pixel 8a

গুগল সম্প্রতি পিক্সেল ৯এ লঞ্চ করেছে, যার পর পিক্সেল ৮এ সস্তায় পাওয়া যাচ্ছে। এই ফোনটি ৩৭,৯৯৯ টাকায় কেনা যাবে এবং এর সাথে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার আলাদা আছে। এই ডিভাইসে আছে ৬.১ ইঞ্চির AMOLED ডিসপ্লে এবং ৬৪ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ। এছাড়াও পাওয়া যাবে ইন-হাউস টেনসর জি৩ প্রসেসর।

Poco C75 5G

এন্ট্রি লেভেল সেগমেন্টে নতুন ফোন কিনতে চাইলে Poco C75 5G বেছে নেওয়া যেতে পারে। এটি ৭,৯৯৯ টাকায় অর্ডার করা যেতে পারে। এই ডিভাইসে ৬.৮৮ ইঞ্চির HD+ ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এতে ৫১৬০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি পাওয়া যাবে এবং পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ ৫জি প্রসেসর।

Vivo T3 Pro 5G

ভিভোর এই ডিভাইসটি সেলে ২২,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। তবে সমস্ত ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ২০০০ টাকার ছাড় পাওয়া যাবে। এই ফোনে ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর দেওয়া হয়েছে।