ফ্লিপকার্টের নতুন বছরের সবচেয়ে বড় সেল, Flipkart Monumental Sale আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে। আর সেল শুরুর আগে ই-কমার্স সাইটটি এখন কোন কোন প্রোডাক্টে কত ছাড় দেওয়া হবে তা সামনে আনছে। জানা গেছে এই সেলে অ্যাপলের iPhone 16 সিরিজে বাম্পার ছাড় পাওয়া যাবে। তাই আপনি যদি iPhone 16 সিরিজের কোনও ফোন কিনতে চান তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না। কারণ ফ্লিপকার্ট মনুমেন্টাল সেলে iPhone 16 সিরিজের সাথে 17,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে।
ই-কমার্স প্ল্যাটফর্মের মাইক্রোসাইটে ফ্লিপকার্ট মনুমেন্টাল সেলের তারিখ, ডিল এবং ব্যাংক অফার প্রকাশ করা হয়েছে। এই সেল শুরু হবে 13 জানুয়ারি দুপুর 12টা থেকে। এই সেল চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। সেল চলাকালীন ক্রেতারা HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন।
অ্যাপলের লেটেস্ট আইফোন 16 সিরিজ 13 জানুয়ারি থেকে ডিসকাউন্টে বিক্রি হবে। ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেল চলাকালীন, iPhone 16 সিরিজ 17,000 টাকা পর্যন্ত ছাড়ে পাওয়া যাবে। সেলে 15,901 টাকা অফারের পরে, iPhone 16 কেনা যাবে 63,999 টাকায়। ডিভাইসটি লঞ্চ হয়েছিল 79,900 টাকায়। আবার সেল চলাকালীন iPhone 16 Plus বিক্রি হবে 73,999 টাকায়।
এছাড়া iPhone 16 Pro মডেলটি 17,000 টাকা ছাড়ের পর 102,900 টাকায় কেনা যাবে। এদিকে, iPhone 16 Pro Max বিক্রি হবে 1,27,900 টাকায়। এই দামের মধ্যে ফ্ল্যাট ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফার উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে।
ডিসপ্লে: আইফোন 16 ফোনে আছে 6.1-ইঞ্চি ডিসপ্লে, যেখানে 16 প্লাস মডেলে বৃহত্তর 6.7-ইঞ্চি ডিসপ্লে উপস্থিত। এটি সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি স্ক্রিন যার সর্বোচ্চ ব্রাইটনেস 2000 নিটস।
প্রসেসর: উভয় ফোন নতুন এ১৮ চিপ দ্বারা চালিত।
ক্যামেরা: আইফোন 16 এবং 16 প্লাসে ডিভাইসে 2x জুম সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ম্যাক্রো ফাংশন সহ 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর পাওয়া যাবে। সামনে, সেলফি এবং ভিডিও চ্যাটের 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।
ওএস: উভয় মডেলই লেটেস্ট আইওএস 18.2 অপারেটিং সিস্টেম উপলব্ধ
অন্যান্য: জল এবং ধুলো প্রতিরোধের জন্য এতে IP68 রেটিং এবং Wi-Fi 7 কানেক্টিভিটি অপশন রয়েছে
ডিসপ্লে: আইফোন 16 প্রো স্মার্টফোনে 6.3-ইঞ্চি ডিসপ্লে আছে, আর প্রো ম্যাক্সে পাওয়া যাবে 6.9-ইঞ্চি বড় স্ক্রিন।উভয় মডেলে OLED সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 2000 নিট পর্যন্ত ব্রাইটনেস এবং অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করবে।
প্রসেসর: প্রো মডেলগুলিতে পারফরম্যান্সের জন্য A18 প্রো চিপসেট ব্যবহার করা হয়েছে।
ক্যামেরা: আইফোন 16 প্রো মডেলে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 48 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 5x জুম সহ 12 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স বর্তমান। দুটি মডেলেই রয়েছে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
অন্যান্য: ফোনগুলি IP68 রেটিং এবং ডলবি অ্যাটমস সহ এসেছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.