মোবাইল

পুরো ৫০০০ টাকা দাম কমলো ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Motorola Edge 50 ফোনের, এখানে অফার

Published on:

flipkart omg sale motorola edge 50 triple 50mp rear camera discount offer

আপনি যদি এমন কোনো ফোন কিনতে চান যা হাত থেকে পড়ে গেলেও নষ্ট হবে না বা জলে ডুবিয়ে রাখলেও ক্ষতিগ্রস্থ হবে না, তাহলে আমরা মোটোরোলার একটি ফোন কিনতে বলবো। আর ফ্লিপকার্টের OMG (Oh My Gadgets) সেলে ডিভাইসটি ৫,০০০ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। এই সেল আগামী ১৯ ফেব্রুয়ারি শেষ হবে। আমরা কথা বলছি Motorola Edge 50 সম্পর্কে। এটি বিশ্বের সবচেয়ে পাতলা মিলিটারি-গ্রেড সহ আসা ফোন। এর পিছনের প্যানেলে মেটাল ফ্রেম ডিজাইন এবং ভেগান লেদার ফিনিশ দেখা যাবে।

Motorola Edge 50 বাম্পার ডিসকাউন্টে কেনার সুযোগ

মোটোরোলা এজ ৫০ এর ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে ৫,০০০ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। সংস্থাটি ২৭,৯৯৯ টাকায় ফোনটি লঞ্চ করেছিল। তবে ফ্লিপকার্টে এটি ২৩,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে। এছাড়াও সমস্ত ব্যাঙ্ক কার্ডে ১,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ব্যাঙ্ক ডিসকাউন্টের পর ২২,৯৯৯ টাকায় এটি কেনা যাবে। শুধু তাই নয়, আপনি আপনার পুরানো ডিভাইস এক্সচেঞ্জ করে ১,০০০ টাকা বোনাসও পেতে পারেন।

Motorola Edge 50 এর ফিচার ও স্পেসিফিকেশন

মোটোরোলা এজ ৫০ ফোনে ১,৯০০ নিট এবং HDR10+ সাপোর্টের পিক ব্রাইটনেস সহ ৬.৭ ইঞ্চি সুপার এইচডি পোলেড কার্ভড ডিসপ্লে আছে। এই ডিভাইসে স্মার্ট ওয়াটার টাচ প্রযুক্তি আছে, ফলে ভেজা হাতে টাচ স্ক্রিন ব্যবহার করা যাবে। হ্যান্ডসেটটি স্ন্যাপড্রাগন ৭ জেন ১ এই প্রসেসর দ্বারা চালিত। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৬৮ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য মোটোরোলা এজ ৫০ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট সহ এসেছে। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony-LYTIA 700C প্রাইমারি সেন্সর, ৩এক্স অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো শ্যুটার এবং ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স। সেলফি এবং ভিডিও কলের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটি MIL-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন প্রাপ্ত।