আপনি যদি অত্যাধুনিক ফিচারের প্রিমিয়াম স্মার্টফোন কিনতে চান, তাহলে Flipkart OMG Sale থেকে স্বপ্ন পূরণ করতে পারেন। এই ধামাকা সেল আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই সেলে Motorola, Samsung এবং Google ব্র্যান্ডের স্মার্টফোন সহ iPhone 16 সেরা অফারে কেনা যাবে। সেল চলাকালীন আপনি ৫,২৫০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার পাবেন। এর সাথে ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে।
মোটোরোলা এজ ৫০ আল্ট্রা ৫জি এর ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের সেলে দাম রাখা হয়েছে ৪৯,৯৯৯ টাকা। আবার ফ্লিপকার্ট ওএমজি সেলে নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে ৫২৫০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আর ফ্লিপকার্টে অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এর সাথে ৩১,২০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে। এই ফোনে আছে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে।
স্যামসাংয়ের এই স্মার্টফোনের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট সেলে মাত্র ৪৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। আবার ৭৫০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়া অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা পাবে ৫ শতাংশ ক্যাশব্যাক। আর এক্সচেঞ্জ অফারের মাধ্যমে ২৬,২০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। ফিচারের কথা বললে ফোনে ৬.১ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এর প্রাইমারি ক্যামেরার রেজোলিউশন ৫০ মেগাপিক্সেল। আর ব্যাটারি ক্যাপাসিটি ৩৯০০ এমএএইচ। এই ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরে চলে।
গুগল পিক্সেল ৮ এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্ট ওএমজি সেলে ৫২,৯৯৯ টাকায় কেনা যাবে। এর সাথে ৩,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। আর অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড হোল্ডাররা পাবেন ৫ শতাংশ ক্যাশব্যাক। আবার পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করে ৩১,০৫০ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। গুগলের এই ফোনে ৬.২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ১০.৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনে ৪৫৭৫ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
আইফোন ১৬ এর ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। যেখানে এর আসল দাম ৭৯,৯০০ টাকা। আবার সেল চলাকালীন এটি কিনতে পারবেন ৫ শতাংশ ক্যাশব্যাক সহ। এর জন্য আপনাকে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে হবে। এর সাথে ৩৮,১৫০ পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হচ্ছে। এই ফোনে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে দেওয়া হয়েছে। এর প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল এবং সেলফির জন্য রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.