আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টে দুর্দান্ত পারফরম্যান্স এবং ভালো ক্যামেরার ফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে Oppo Find X8 Pro আপনার জন্য দুর্দান্ত বিকল্প হতে পারে। বিশেষ বিষয় হল ফ্লিপকার্টের রিপাবলিক ডে বোনানজা সেলের শেষ দিনে এই ফোনটি বাম্পার ছাড় সহ কেনা যাচ্ছে। ফ্লিপকার্টে এর ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯,৯৯৯ টাকা। তবে ব্যাঙ্ক অফারে ৯,৯৯৯ টাকা ছাড়ে এই ডিভাইসটি কেনা যাবে।
আবার Oppo Find X8 Pro কেনার সময় ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে ৫২৬৩ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া পুরানো ডিভাইস এক্সচেঞ্জ করলে ৬৫,৬০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।
অপ্পো ফাইন্ড এক্স৮ প্রো স্মার্টফোনে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর পিক ব্রাইটনেস লেভেল ৪৫০০ নিট। ডিসপ্লের সিকিউরিটির জন্য আছে কর্নিং গরিলা গ্লাস ৭আই। এতে ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ পাওয়া যাবে।
পারফরম্যান্সের জন্য এতে ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য ডিভাইসে এলইডি ফ্ল্যাশসহ চারটি ক্যামেরা উপস্থিত। এর মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রধান লেন্সসহ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ৩এক্স পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল ৬এক্স পেরিস্কোপ টেলিফটো লেন্স।
আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫৯১০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ৮০ ওয়াট SuperVOOC ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এই ফোনে ইনফ্রারেড সেন্সরও পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.