৬ হাজার টাকা ছাড়ে Motorola Edge 50, সীমিত সময়ের অফারে বিরাট সস্তায়, রয়েছে দুর্দান্ত ক্যামেরা

গত বছর বাজারে এসেছিল Motorola Edge 50। এতে মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন সহ IP68 জল ও ধুলো প্রতিরোধী রেটিং উপস্থিত। লঞ্চের সময় এই ফোনের ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২৭,৯৯৯ টাকা। তবে এখন এই ফোনটি লঞ্চের সময়ের থেকে অনেক কম দামে পাওয়া যাচ্ছে।

আসলে ফ্লিপকার্ট মোবাইল বোনাঞ্জা সেল চলাকালীন Motorola Edge 50 ফোনটি ৬ হাজার টাকা বিশেষ ছাড়ে বিক্রি হচ্ছে। এই সেল ২২ মে পর্যন্ত চলবে এবং ডিসকাউন্টের পর ফোনটি মাত্র ২১,৯৯৯ টাকায় কেনা যাবে। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ক্রেতারা ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন।

আবার Motorola Edge 50 কেনার সময় পুরানো ফোন এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ ১৩,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। যদিও এই ছাড় নির্ভর করবে আপনার পুরানো ফোনের অবস্থা এবং ব্র্যান্ডের উপর।

Motorola Edge 50 এর স্পেসিফিকেশন ও ফিচার

মোটোরোলা এজ ৫০ ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে pOLED ডিসপ্লে, যার রেজোলিউশন ২৭১২×১২২০ পিক্সেল এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস লেভেল ১৯০০ নিট। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৫। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ জেন ১ এক্সালেরেট এডিশন প্রসেসর দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য মোটোরোলা এজ ৫০ ফোনে রয়েছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।