মোবাইল

আজ রাতে সেল শেষ, 6000mAh ব্যাটারির Vivo Y58 5G স্মার্টফোনে ৫ হাজার টাকা ডিসকাউন্ট অফার

Published on:

Flipkart sale offer 6000mah battery 50mp camera phone vivo y58 5g discount offer price in india

আজ শেষ হচ্ছে ফ্লিপকার্ট বিগ বাচাত ডেজ সেল। এই সেলে স্মার্টফোনের সাথে বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফলে আপনি যদি নতুন ফোন কিনতে চান এটাই সঠিক সময়। এই সেলে Vivo Y58 5G অনেক কমে পাওয়া যাচ্ছে। এটি ২০,০০০ টাকার কমে কেনা যাবে। এর সাথে ফ্লাট ডিসকাউন্ট ও ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। আসুন Vivo Y58 5G‌ কত দামে সেলে বিক্রি হচ্ছে দেখে নেওয়া যাক।

ফ্লিপকার্ট সেলে Vivo Y58 5G স্মার্টফোনে অফার

ভিভো ওয়াই ৫৮ ৫জি স্মার্টফোন এখন ফ্লিপকার্ট বিগ বাচাত ডেজ সেলে ১৬,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এর সাথে ২৯ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই মূল্য ডিভাইসটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। ফোনটি দুটি রঙে পাওয়া যায় – গ্রিন এবং ব্লু।

ভিভো ওয়াই ৫৮ ৫জি এর সাথে ব্যাঙ্ক অফার রয়েছে। ফ্লিপকার্টে পিএনবি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ১,০০০ টাকা ছাড় দেওয়া হবে। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পাওয়া যাবে ৭৫০ টাকা থেকে ডিসকাউন্ট। আর ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৮৫০ টাকা ছাড় আছে। এর মাসিক কিস্তি শুরু হচ্ছে ৫৯১ টাকা থেকে।

Vivo Y58 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো ওয়াই ৫৮ ৫জি স্মার্টফোনের সামনে আছে ৬.৭২ ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লের রেজোলিউশন ২৪০৭ x ১০৮০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ১০২৪ নিটস। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই 5G স্মার্টফোনের পিছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।

এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ সাপোর্ট করে। সংস্থার দাবি, এই ফোনে ৭৩.২৪ ঘণ্টা মিউজিক প্লেব্যাক টাইম পাওয়া যাবে।