ফ্লিপকার্টের ভ্যালেন্টাইনস সেলে বাম্পার ছাড়ে পাওয়া যাচ্ছে Motorola Edge 50 Ultra 5G স্মার্টফোন। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ১২ জিবি র্যাম এবং ১২৫ ওয়াট ফাস্ট চার্জিং। এই ফোনটি ফ্লিপকার্ট সেলে ডিসকাউন্টের পর ৪৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আবার ব্যাঙ্ক অফারের মাধ্যমে আপনি এটি ৫২৫০ টাকা পর্যন্ত ছাড়ে কিনতে পারবেন। শুধু তাই নয়, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।
এদিকে Motorola Edge 50 Ultra 5G কেনার সময় পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ৩৩,২০০ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে পাওয়া ছাড় আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে।
মোটোরোলা এজ ৫০ আল্ট্রা ৫জি ফোনে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেজোলিউশন ২৭১২ x ১২২০ পিক্সেল। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর পিক ব্রাইটনেস লেভেল ২৫০০ নিট। ডিসপ্লের সুরক্ষার জন্য, এতে গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন উপস্থিত। এই স্মার্টফোনে ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট। ফটোগ্রাফির জন্য এই ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান ।
এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৬৪ মেগাপিক্সেল পোর্ট্রেট টেলিফটো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য মোটোরোলা এজ ৫০ আল্ট্রা ৫জি ডিভাইসে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। এটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা 125 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে।
এই মোটোরোলা ফোনে আইপি৬৮ রেটিং রয়েছে। সাউন্ডের জন্য ডলবি অডিওর পাশাপাশি স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য রয়েছে ৫জি এসএ/এনএসএ, ডুয়েল ফোরজি ভিওএলটিই, ব্লুটুথ ৫.৪, জিপিএস, ইউএসবি টাইপ-সি এবং ওয়াই-ফাই ৭ ৮০২.১১এএক্স (২.৪ গিগাহার্টজ/৫ গিগাহার্টজ)।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.