মোবাইল

ভ্যালেন্টাইনস ডে সেলে সস্তা হল ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Redmi ফোন

Published on:

Flipkart valentines day sale on108mp camera redmi note 13 5g phone

স্টাইলিশ ডিজাইন সহ দুর্দান্ত ক্যামেরার কোনো সস্তা ফোন কিনতে চাইলে আপনি Redmi Note 13 5G ডিভাইসটি বেছে নিতে পারেন। এই ফোনে প্রিমিয়াম লুক সহ ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। আর ফ্লিপকার্ট ভ্যালেন্টাইনস ডে সেলে স্মার্টফোনটি এখন কম দামে পাওয়া যাচ্ছে। এর উপর ৩০ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ব্যাঙ্ক অফারের সাথে ক্রেতারা এক্সচেঞ্জ অফারের লাভও ওঠাতে পারবেন। আসুন ফ্লিপকার্ট ভ্যালেন্টাইনস ডে সেলে Redmi Note 13 5G কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Redmi Note 13 5G অফারে কেনার সুযোগ

রেডমি নোট 13 ৫জি ফোনের ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল মূল্য ২০,৯৫২ টাকা। তবে ফ্লিপকার্ট ভ্যালেন্টাইনস ডে সেলে এটি ৩০ শতাংশ ডিসকাউন্টের পর ১৪,৪৯৯ টাকায় তালিকাভুক্ত। তবে এটি ব্যাঙ্ক অফারের সাথে সর্বনিম্ন ১৩,৭৭৪ টাকায় কেনা যাবে।

এরজন্য আপনার কাছে ব্যাঙ্ক অফ বরোদা, এইডিএফসি ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক বা আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকতে হবে। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৫ শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে। ব্যাঙ্ক অফ বরোদা কার্ডে রেডমি নোট 13 ৫জি ৩৬ মাসের ইএমআই অপশনে কেনা যাবে।

Redmi Note 13 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি নোট ১৩ ৫জি ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর। অ্যান্ড্রয়েড ১৩ সহ লঞ্চ হলেও‌ এতে এখন অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস কাস্টম স্কিনের আপডেট চলে এসেছে। এই ডিভাইসে দুটি বড় ওএস আপডেট আসবে বলে রেডমি নিশ্চিত করেছিল।

Redmi Note 13 5G স্মার্টফোনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা উপস্থিত। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।