আপনি যদি দুর্দান্ত ক্যামেরার কোনো নতুন ফোনের খোঁজ করে থাকেন তাহলে ফ্লিপকার্টের ভ্যালেন্টাইনস ডে সেলের অফার কাজে লাগান। এই সেলে ২০০ মেগাপিক্সেল এবং ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার দুটি আকর্ষণীয় স্মার্টফোন চমৎকার ব্যাঙ্ক ডিসকাউন্টে কেনা যাবে। এদের সাথে ক্যাশব্যাক অফারও পাওয়া যাচ্ছে। সাথে রয়েছে এক্সচেঞ্জ অফার। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে পাওয়া ছাড় আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ নীতির উপর নির্ভর করবে। ফোন দুটি ইএমআই অফারের সাথেও কেনা যাবে।
ফ্লিপকার্ট ভ্যালেন্টাইনস ডে সেলে ২০০ মেগাপিক্সেল ও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোনে অফার
Infinix Note 40 5G
ইনফিনিক্স নোট ৪০ ৫জি এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট ভ্যালেন্টাইনস ডে সেল চলাকালীন এই ফোনটি ১২০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ কেনা যাবে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ক্রেতারা ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এর ইএমআই শুরু হবে ৫৬৩ টাকা থেকে। এর সাথে ১০,৯০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে।
ফিচারের কথা বললে, এই ইনফিনিক্স ফোনটি ৬.৭৮ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লের সাথে এসেছে। ফটোগ্রাফির জন্য পিছনে আছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ চিপসেট ব্যবহার করা হয়েছে।
Redmi Note 13 Pro 5G
রেডমি নোট ১৩ প্রো ৫জি এর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট ভ্যালেন্টাইনস ডে সেলে ৭৫০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে। এর সাথে নো-কস্ট ইএমআই অফার পাওয়া যাবে।
রেডমি নোট ১৩ প্রো ৫জি ফোনের ফিচারের কথা বললে, এতে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর। ক্যামেরার কথা বললে, এতে ২০০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফির জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ৫১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।