আপনি যদি মোবাইল গেম খেলতে পছন্দ করেন এবং বাজেটের মধ্যে ভালো গেমিং ফোন কিনতে চান, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা অ্যামাজনে কম দামে বিক্রি হওয়া সেরা কয়েকটি Realme ফোনের বিষয়ে বলবো, যেগুলি দুর্দান্ত ফিচার অফার করবে। এই স্মার্টফোনগুলির দাম ২০,০০০ টাকার কম। লিস্টে থাকা ডিভাইসগুলির মধ্যে আছে Realme Narzo 70 Turbo 5G, Narzo 70 Pro 5G, Realme 13+ 5G। আসুন এদের দাম ও ফিচার জেনে নেওয়া যাক।
২০ হাজার টাকার কমে সেরা Realme গেমিং ফোন
Realme Narzo 70 Turbo 5G
আপনি রিয়েলমি নারজো ৭০ টার্বো ৫জি এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট Amazon থেকে ১৬,৯৯৮ টাকায় কিনতে পারেন। এর সাথে ২,৫০০ টাকা ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে। এছাড়াও ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ১,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। ফিচারের কথা বললে এই ফোনে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর আছে। ফটোগ্রাফির জন্য এতে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। এর ব্যাটারি ক্যাপাসিটি ৫০০০ এমএএইচ।
Realme Narzo 70 Pro 5G
রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে ১৮,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ১,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এই ফোনে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Realme 13+ 5G
রিয়েলমি ১৩ প্লাস ৫জি ফোনের ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজন থেকে এখন ১৮,৪০৮ টাকায় কেনা যাবে। ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে এর সাথে ১,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। এই ডিভাইসটি ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে সহ এসেছে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর। ফটোগ্রাফির জন্য, রিয়েলমি ১৩ প্লাস ৫জি ডিভাইসে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৫০০০ এমএএইচ, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।