Samsung Galaxy S25 Ultra কে পিছনে ফেলে DxOMark ডিসপ্লে র্যাঙ্কিংয়ে শীর্ষে Pixel 10 Pro XL

মোবাইলের ক্যামেরা ও ডিসপ্লের গুণমান বিচার এবং র্যাঙ্কিং প্রদানের জন্য DxOMark একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। সম্প্রতি এই প্ল্যাটফর্মটি তাদের ডিসপ্লে র্যাঙ্কিংয়ের লিস্ট আপডেট করেছে। এক্ষেত্রে সবার উপরে স্থান পেয়েছে Google Pixel 10 Pro XL মডেলটি। গুগলের এই ডিভাইসটি Samsung Galaxy S25 Ultra এবং Honor Magic 8 Pro এর মতো প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলতে সক্ষম হয়েছে। কিন্তু কীভাবে এই কৃতিত্ব অর্জন করল Pixel 10 Pro XL? আসুন এর স্ক্রিনের বিশেষত্ব জেনে নেওয়া যাক।
Google Pixel 10 Pro XL এখন DxOMark এর ডিসপ্লে র্যাঙ্কিংয়ে ১ নম্বর স্থানে
গত আগস্টে লঞ্চ হওয়া Pixel 10 Pro XL ফোনটি গ্লোবাল এবং আল্ট্রা-প্রিমিয়াম উভয় বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়েছে। এতে আছে ৬.৮ ইঞ্চি এলটিপিও ওলেড প্যানেল। এই ডিসপ্লে ২,৯৯২ x ১,৩৩৪ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং গরিলা গ্লাস ভিক্টাস ২ এর সুরক্ষা অফার করে। তবে ডিএক্সওমার্ক আরও বেশ কয়েকটি বিশেষত্বের কথা তুলে ধরেছে, যা এটিকে সেরা ডিসপ্লেতে পরিণত করেছে।
এর মধ্যে রয়েছে ফ্লিকার কমানোর জন্য ডিজাইন করা নতুন ৪৮০ হার্টজ পিডাব্লিউএম (PWM) মোড, অন্ধকারে আরামদায়কভাবে ব্যবহারের জন্য ৪-নিট মিনিমাম ব্রাইটনেস এবং উন্নত এইচডিআর (HDR) কর্মক্ষমতা, যা আউটডোরে ২,২০০ নিট পর্যন্ত পৌঁছায়। ডিএক্সওমার্ক গুগলের কালার টিউনিংয়ের প্রশংসা করেছে। এছাড়া টাচ রেসপন্সিভনেস, গেমিং পারফরম্যান্স এবং টিইউভি (TÜV) আই কমফোর্ট সার্টিফিকেশন অন্তর্ভুক্তিও এর উচ্চ স্কোরের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে।
ভালোর পাশাপাশি গুগল পিক্সেল ১০ প্রো এক্সএল এর কিছু খারাপ দিকও আছে। ডিএক্সওমার্ক উল্লেখ করেছে যে, এর স্ক্রিনের একদম কোণে হালকা রঙের পরিবর্তন এবং কিছু দৃশ্যমান পিডাব্লিউএম ফ্লিকার লক্ষ্য করা যায়। তবে সামগ্রিকভাবে Pixel 10 Pro XL দৈনন্দিন ব্যবহারযোগ্যতার ক্ষেত্রে Samsung Galaxy S25 Ultra-এর চেয়ে এগিয়ে রয়েছে। Apple iPhone 17 এর স্ক্রিন টেস্টের ফলাফল না আসা পর্যন্ত, গুগলের ডিসপ্লেই সেরার শিরোপা ধরে রাখবে।
পিছিয়ে নেই Google Pixel 10 মডেলও
জানিয়ে রাখি, স্ট্যান্ডার্ড Google Pixel 10 হ্যান্ডসেটটিও খুব বেশি পিছিয়ে নেই, মাত্র এক পয়েন্ট কম পেয়েছে ডিভাইসটি। স্বাভাবিকভাবেই এতে প্রো এক্সএল মডেলের অনেক ফিচার বিদ্যমান। উভয় মডেলই পঠনযোগ্যতা, রঙের নির্ভুলতা প্রায় একইরকম, যদিও Google Pixel 10 Pro XL আউটডোর পারফরম্যান্সে সামান্য এগিয়ে।