মোবাইল

এই ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, আপডেটের পর ডিভাইসে সমস্যা এলে ক্ষতিপূরণ দেবে Google

Published on:

Google Pixel 4a users will get free battery or compensation for software update damage

আপনি কি Google Pixel 4a ব্যবহারকারী? তাহলে দারুন খবর নিয়ে এল গুগল। অনেকদিন হল, এই ফোনের সফটওয়্যার আপডেট বন্ধ করে দিয়েছে কোম্পানি। এই মুহূর্তে অ্যান্ড্রয়েড 13 সংস্করণে থেমে রয়েছে ফোনের আপডেট। তবে সম্প্রতি গুগল জানিয়েছে, ব্যাটারি উন্নত করার জন্য একটি সফটওয়্যার আপডেট আনা হবে Pixel 4a ব্যবহারকারীদের জন্য। সেই আপডেটের ফলে যদি ফোন খারাপ হয়, তাহলে টাকা দেবে গুগল।

অ্যান্ড্রয়েড 13 এর উপর ভিত্তি করে এই আপডেট শুরু হয়েছে 8 জানুয়ারি থেকে। গুগল জানিয়েছে, কিছু প্রভাবিত ডিভাইসে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে। যে কারণে সেই সব ব্যবহারকারীদের বিনামূল্যে ব্যাটারি পরিবর্তন এবং ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে গুগল। এর জন্য Pixel 4a ব্যাটারি পারফরম্যান্স প্রোগ্রাম আনা হয়েছে।

WhatsApp Community Join Now

কোম্পানি জানিয়েছে, নতুন আপডেটের ফলে প্রভাবিত হতে পারে কিছু ডিভাইস। সেখানে চার্জিংয়ের গতি কমে যেতে পারে, ব্যাটারিও খারাপ হতে পারে। সামগ্রিক ভাবে ব্যাটারি পারফরম্যান্স হ্রাস পাবে। যে কারণে বিভিন্ন প্রকার ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে গুগল। এর জন্য রেজিস্ট্রেশন পেজে গিয়ে ব্যাটারি পরিবর্তন করার বিকল্পগুলি খুঁজতে হবে। তবে এই অফারটি রয়েছে কয়েকটি দেশে : আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, সিঙ্গাপুর এবং ভারত।

ব্যাটারি পরিবর্তন ছাড়াও ব্যবহারকারী পেতে পারেন 50 ডলার থেকে 100 ডলার ক্ষতিপূরণ (4,296 টাকা থেকে 8,593 টাকা)। এটি হার্ডওয়্যার ডিসকাউন্ট কোড হিসাবে পাওয়া যাবে। যা গুগল স্টোরে অন্য কোনও পিক্সেল ডিভাইস কেনার সময় ব্যবহার করা যাবে। যাদের এই মুহূর্তে Pixel 4a রয়েছে কিন্তু ব্যবহার করছেন না, তাদের জন্য এটি ভালো অফার হতে পারে। তারা বিনামূল্যে ব্যাটারি পরিবর্তন অথবা ক্ষতিপূরণ পেতে পারেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন