সামনেই আসছে দোল। তার আগে স্মার্টফোন ব্র্যান্ডগুলি ক্রেতাদের আকর্ষিত করতে নিত্য নতুন অফার নিয়ে হাজির হচ্ছে। এবার ছাড় পাওয়া যাচ্ছে অন্যতম প্রিমিয়াম স্মার্টফোন Google Pixel 8a মডেলের উপর। মাত্র ২৫ হাজার টাকায় কেনা যাবে এই হ্যান্ডসেট। Google Pixel 9a লঞ্চ হওয়ার আগেই এমন অফার বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কোন সাইটে ঠিক কত টাকায় বাড়ি আনতে পারবেন এই স্মার্টফোন।
Google Pixel 8a ফোনের সাথে অফার ও ডিসকাউন্ট
গত বছর মে মাসে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। এটি গুগলের ফ্ল্যাগশিপ সিরিজ। বর্তমানে, গুগল পিক্সেল ৮এ Flipkart-এ ৫২,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। তবে এটির উপর ২৮ শতাংশ ছাড় রয়েছে। এই ছাড়ের মাধ্যমে, আপনি স্মার্টফোনটি মাত্র ৩৭,৯৯৯ টাকায় কিনতে পারবেন। তবে অফার এখানেই শেষ নয়!
ব্যাংক অফার ও এক্সচেঞ্জ বোনাস
আপনি, HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ৩ হাজার টাকার ছাড় পেতে পারেন। পাশাপাশি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার রয়েছে, যেখানে আপনি যদি আপনার পুরানো ফোনটি এক্সচেঞ্জ করেন, তাহলে আপনি ৩৬,৯৫০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।
তবে, এই এক্সচেঞ্জ মূল্য আপনার পুরানো ডিভাইসের অবস্থা উপর নির্ভর করবে, অর্থাৎ সেই স্মার্টফোন কেমন কাজ করছে, হার্ডওয়্যারগুলি সঠিক রয়েছে কিনা তার উপরে। এমনকী যদি আপনি ১৩,০০০ টাকার সামান্য ছাড়ও পান, তাহলেও গুগল পিক্সেল ৮এ মাত্র ২৪,৯৯৯ টাকা দিয়ে বাড়ি আনতে পারবেন। যারা নতুন অথচ প্রিমিয়াম হবে এমন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিনতে চাইছেন তারা এই অফারটি বিবেচনা করে দেখতে পারেন।