Infinix GT 30 ভারতে লঞ্চ হচ্ছে ৮ আগস্ট, বাজেট সেগমেন্টে গেমারদের জন্য থাকছে দুর্দান্ত চমক

গত কয়েকদিন ধরে একের পর এক Infinix GT 30 সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছে। ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্টে ফোনটির জন্য একটি ল্যান্ডিং পেজ তৈরি করা হয়েছে। যদিও এখনও ডিভাইসটির লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি। তবে GSMArena আজ এই স্মার্টফোনের লঞ্চের তারিখ ফাঁস করেছে। তাদের দাবি, স্মার্টফোনটি আগামী ৮ আগস্ট ভারতে আসতে চলেছে। আসুন Infinix GT 30 সম্পর্কে আর কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
Infinix GT 30 এর গেমিং ফিচার ও ডিজাইন
রিপোর্ট অনুযায়ী, Infinix GT 30 গ্রিন কালার অপশনে পাওয়া যাবে। এতে কাস্টমাইজযোগ্য LED লাইটিং স্ট্রিপ এবং গেমিংয়ের জন্য GT শোল্ডার বাটন দেওয়া হবে। আবার ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া বা BGMI গেমারদের জন্য এই ফোনে ৯০ এফপিএস গেমপ্লের সুবিধা মিলবে।
Infinix GT 30 এর স্পেসিফিকেশন
স্পেসিফিকেশনের কথা বললে, ইনফিনিক্স জিটি ৩০ মডেলে ৬.৭৮-ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন হবে ১.৫কে এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। পারফরম্যান্সের জন্য এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর ব্যবহার করা হবে। সাথে পাওয়া যাবে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ।
পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৫,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে Infinix GT 30 এর ক্যামেরা ফিচার সম্পর্কে কিছু জানা যায়নি। ডিভাইসটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সহ আসতে পারে।
Infinix GT 30 এর সম্ভাব্য দাম
ভারতে Infinix GT 30 Pro মডেলের দাম শুরু হয়েছে ২৪,৯৯৯ টাকা থেকে। তাই বেস মডেলের দাম ২০,০০০ টাকার আশেপাশে রাখা হতে পারে।