গুগল প্রতি বছর যে সময়ে লঞ্চ করে, এবার তার কয়েক মাস আগেই তাদের মিড-রেঞ্জ পিক্সেল স্মার্টফোন প্রকাশ করতে চলেছে। রিপোর্ট বলছে, মার্চের ১৯ তারিখেই Google Pixel 9a আত্মপ্রকাশ করতে পারে। আর বিক্রি শুরু হবে এক সপ্তাহ পরে। লঞ্চের আগেই, এখন Pixel 9a-এর একটি রেন্ডার প্রকাশ্যে এসেছে, যা পার্পেল ভেরিয়েন্ট এবং একটি ছোট ক্যামেরা বাম্পের উপস্থিতি সামনে এনেছে। ফোনটি সাত বছর ধরে সফটওয়্যার আপডেট পাবে বলে শোনা যাচ্ছে।
টিপস্টার ইভন ব্ল্যাস গুগল পিক্সেল ৯এ ফোনের রেন্ডার প্রকাশ করেছেন। এটি মার্কেটিং মেটেরিয়াল থেকে নেওয়া হয়েছে বলেই আশা করা হচ্ছে। পার্পেল ভেরিয়েন্টের ছবি এই প্রথম আলাদা করে প্রকাশ হয়েছে। এই কালার অপশনের পোশাকি নাম আইরিস হওয়ার সম্ভাবনা। পার্পেল ছাড়াও পিক্সেল ৯এ আরও তিনটি রঙের ভেরিয়েন্টে আসবে – কালো, অফ-হোয়াইট, ও কোরাল।
পিক্সেল ৯এ ৬.২৮ ইঞ্চি ডিসপ্লে অফার করতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ২,৭০০ নিট। এটি গুগলের টেনসর জি৪ প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। সাত বছরের সফটওয়্যার এবং সিকিউরিটি আপডেটও পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। ৮ জিবি র্যামের পাশাপাশি ১২৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ অপশন উপলব্ধ হবে।
ফটোগ্রাফির কথা বললে, পিক্সেল ৯এ ডুয়াল ক্যামেরা অফার করবে বলে আশা করা হচ্ছে, যার মধ্যে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স থাকবে। সেলফির জন্য, সামনে একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা উপলব্ধ হবে। এতে গুগলের সিগনেচার ক্যামেরা ফিচার্স, যেমন নাইট সাইট, অ্যাস্ট্রোফটোগ্রাফি এবং সুপার রেজল্যুশন জুম, অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।
ফোনটিতে ৫,১০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার হতে পারে। ইউরোপে বেস ১২৮ জিবি স্টোরেজের দাম ৪৯৯ ইউরো থেকে শুরু হওয়ার সম্ভাবনা, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৬,০০০ টাকা। অন্যদিকে, ২৫৬ জিবি মডেলের মূল্য ৫৯৯ ইউরো অথবা প্রায় ৫৫,০০০ টাকা হবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.