Google Pixel 9a যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে আসতে চলেছে, সেই নিয়ে সম্প্রতি নানা জল্পনা শোনা যাচ্ছে। আর এখন গুগলের এই নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনের লঞ্চের তারিখ ফাঁস হয়েছে। একইসাথে, অনলাইনে ডিভাইসটির দাম ছড়িয়ে পড়েছে। একটি রিপোর্ট অনুযায়ী, নতুন এই পিক্সেল ফোনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও Tensor G4 প্রসেসর থাকবে।
Google Pixel 9a লঞ্চের তারিখ ও দাম
ডিলল্যাবসের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, গুগল পিক্সেল ৯এ ইউরোপে ১৯ মার্চ লঞ্চ হবে। বিক্রি শুরু হতে পারে ২৬ মার্চ থেকে। সেখানে ফোনটির বেস মডেলটি ৫৪৯ ইউরো মূল্যে পাওয়া যাবে। এটি ১২৮ জিবি স্টোরেজের বেস মডেলের দাম এবং ভারতীয় মুদ্রায় প্রায় ৫০,০০ টাকার সমান। এটি ২৫৬ জিবি স্টোরেজ অপশনেও মিলবে, যার দাম ৬৪৯ ইউরো (প্রায় ৫৮,০০০ টাকা)।
ইউরোপে ১২৮ জিবি মডেলটি আইরিস, অবসিডিয়ান, এবং পিওনি পোরসেলেন — এই চারটি রঙে পাওয়া যাবে। আর ২৫৬ জিবি মডেলটি কেবল আইরিস এবং অবসিডিয়ান রঙের বিকল্পে উপলব্ধ। উল্লেখ্য, পিক্সেল ৯এ ভারতেও আসার কথা রয়েছে, তবে লঞ্চের দিনক্ষণ এবং দাম এই মুহূর্তে অজানা।
Google Pixel 9a স্পেসিফিকেশন (সম্ভাব্য)
গুগল পিক্সেল ৯এ ফোনটি টেনসর জি৪ চিপসেটের সাথে আসতে পারে, যা পিক্সেল ৯ সিরিজেও রয়েছে। এতে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ মিলবে। ৬.৩ ইঞ্চি অ্যাকুয়া ডিসপ্লে এবং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন থাকবে। প্রাইমারি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেলের, সঙ্গে ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে।
আরও পড়ুনঃ Nothing Phone 3a বাজারে আসতে বাকি নেই একমাসও, কেমন ফিচার্স থাকবে দেখে নিন
এছাড়া, এই স্মার্টফোনে ৫,১০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকতে পারে যা ২৩ ওয়াট ওয়্যার্ড চার্জিং ও ৭.৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ সফটওয়ারে রান করবে বলে অনুমান করা হচ্ছে। সবশেষে, ধুলো ও জল প্রতিরোধের জন্য ফোনটি আইপি৬৮ রেটিং অফার করতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.