গত কয়েক সপ্তাহ ধরে Google Pixel 9a নিয়ে টেক বাজারে চর্চা তুঙ্গে। এবার এর রেন্ডার সামনে এল, যেখান থেকে ডিভাইসটির ডিজাইন প্রকাশ্যে এসেছে। উল্লেখ্য, ফোনটি আগামী ২৬ মার্চ লঞ্চ হতে পারে। তবে কয়েকজন টিপস্টার বলেছেন যে, আগামী ২০-২১ মে অনুষ্ঠিত গুগল আই/ও ২০২৫ ইভেন্টে Google Pixel 9a এর উপর থেকে পর্দা সরানো হবে। ডিভাইসটি ৭ বছর ধরে ওএস আপডেট পাবে এবং এতে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হবে।
Google Pixel 9a এর রেন্ডার ফাঁস
অ্যান্ড্রয়েড হেডলাইনস এর রিপোর্টে বলা হয়েছে, গুগল পিক্সেল ৯এ আইরিস, অবসিডিয়ান, পেওনি এবং পোর্সেলিয়ান কালারে পাওয়া যাবে। এই হ্যান্ডসেটে ফ্ল্যাট রিয়ার ক্যামেরা মডিউল দেখা যাবে।
Google Pixel 9a এর সম্ভাব্য দাম
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে পিক্সেল ৯এ এর ১২৮ জিবি স্টোরেজ বিকল্পের দাম ৪৯৯ ডলার (প্রায় ৪৩,৩০০ টাকা) রাখা হবে, যেখানে ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকবে ৫৯৯ ডলার (প্রায় ৫২,০০০ টাকা)।
যদিও ভারতে লঞ্চ হওয়া পিক্সেল ৯এ এর দাম আলাদা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতে গুগল পিক্সেল ৮এ ফোনের ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য যথাক্রমে ৫২,৯৯৯ টাকা এবং ৫৯,৯৯৯ টাকা খরচ করতে হবে।
Google Pixel 9a ফিচার ও স্পেসিফিকেশন (লিক)
Pixel 9a ফ্লাশ ব্যাক ডিজাইনের সাথে আসবে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। ফোনটির ডিজাইন হবে কমপ্যাক্ট, এতে থাকবে ৬.২৮ ইঞ্চি ডিসপ্লে, যার সর্বোচ্চ ব্রাইটনেস ২৭০০ নিটস এবং এইচডিআর ব্রাইটনেস থাকবে ১৮০০ নিটস। ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
পারফরম্যান্সের জন্য Google Pixel 9a ডিভাইসে গুগলের টেনসর জি৪ চিপসেট, ৮ জিবি LPDDR5X র্যাম থাকবে। এটি ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। ক্যামেরার কথা বললে, Pixel 9a মডেলে ৪৮-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১৩-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স সহ ডুয়াল-ক্যামেরা সেটআপ থাকবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর।