চলতি মাসে লঞ্চ হয়েছে Google Pixel 9a। তবে কিছু সমস্যার কারণে ডিভাইসটির বিক্রি এতদিন শুরু হয়নি। কিন্তু আছ এই স্মার্টফোনের সেলের তারিখ ঘোষণা করল গুগল। ভারতে ১৬ এপ্রিল থেকে পাওয়া যাবে পিক্সেল ৯এ কম দামে “এ” সিরিজের নতুন এই স্মার্টফোন সবাইকে চমকে দেবে একাধিক ফিচারের কারণে। কত দাম ও কী অফার রয়েছে চলুন জানা যাক।
দেশে গুগল পিক্সেল ৯এ এর দাম ৪৯,৯৯৯ টাকা। এটি তিনটি রঙের বিকল্পে পাওয়া যাবে : আইরিস (নীল), অবসিডিয়ান (কালো), এবং পোর্সেলিন (সাদা)। ফ্লিপকার্ট এর মাধ্যমে অনলাইনে কেনা যাবে ডিভাইসটি। আর অফলাইনে রিলায়েন্স ডিজিটাল এবং টাটা ক্রোমা-সহ নির্বাচিত রিটেল স্টোর থেকে কিনতে পারবেন। লঞ্চ অফারের অধীনে, নির্বাচিত ব্যাঙ্ক কার্ডগুলিতে ৩০০০ টাকার ছাড় এবং ২৪ মাস পর্যন্ত সুদ-মুক্ত ইএমআই এর সুবিধা রয়েছে।
গুগল পিক্সেল ৯এ স্মার্টফোনে রয়েছে ৬.৩ ইঞ্চি অ্যাকুয়া ডিসপ্লে, যার সর্বোচ্চ উজ্জ্বলতা ২,৭০০ নিটস এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। প্রসেসর রয়েছে টেনসর জি৪, যার সাথে যুক্ত আছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৩ ওয়াট তারযুক্ত চার্জিং এবং কিউআই ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
জল এবং ধুলো প্রতিরোধের জন্য এতে মিলবে আইপি৬৮ রেটিং। অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১৫। ফটোগ্রাফির জন্য উপস্থিত, ডুয়াল-ক্যামেরা সিস্টেম। যার মধ্যে ৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সামনে পাওয়া যাবে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।
এই ডিভাইসে একাধিক AI-চালিত ফটোগ্রাফি ফিচার দেওয়া হয়েছে। যেমন, অ্যাড মি, বেস্ট টেক, ম্যাজিক এডিটর, নাইট সাইট, প্যানোরমা ও নাইট সাইট এবং ম্যাজিক ইরেজার।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.