অঙ্কিতা মন্ডল, কলকাতা: মার্চের গোড়ায় বাজারে Pixel 9a লঞ্চ করেছে Google। লঞ্চ হওয়ার পর অনেকেই ভেবেছিলেন, আগামী কয়েক দিনের এর বিক্রি শুরু হলে সেটি কিনতে পারবেন। কিন্তু লঞ্চের পর কিছু দিন না যেতেই ফোনে নানা সমস্যা দেখা দিয়েছে। যে কারণে হ্যান্ডসেটটির বিক্রি বন্ধ করতে বাধ্য হয়েছে গুগল। জানা গিয়েছে, মার্চে আর শুরু হবে না এর বিকি-কিনি। বরং এপ্রিল থেকে Google Pixel 9a এর সেল চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।
এই নতুন Pixel 9a ডিভাইসটি এ বছর লঞ্চ হওয়া অ্যাপলের সবথেকে সস্তা iPhone 16e ডিভাইসকে টক্কর দেবে। দুই ফোনেই রয়েছে একগুচ্ছ উন্নত ফিচার। তবে অ্যাপলের ডিভাইস ফ্ল্যাগশিপ বা হাই-এন্ড নয়, যেখানে Pixel 9a গুগলের একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন। তাছাড়া ৫০ হাজার টাকার মধ্যে বাজারে আরও অনেক বিকল্প রয়েছে।
পিক্সেল ৯এ-এর বিক্রি বিলম্বিত হওয়ার প্রসঙ্গে গুগল জানিয়েছে যে, “আমরা বর্তমানে একটি কম্পোনেন্টের মানের সমস্যা তদন্ত করছি, যা অল্প সংখ্যক পিক্সেল ৯এ ডিভাইসকে প্রভাবিত করছে।” বিক্রির শুরুর প্রথমেই এই সমস্যা স্বীকার করায় খুশি অনেকেই। তবে প্রশ্ন থেকে যাচ্ছে একাধিক কোয়ালিটি টেস্টিং করার পর এই ধরনের ফোন বাজারে আনে বড় কোম্পানিগুলি। সেক্ষেত্রে পিক্সেল ৯এ এর মতো দামি ফোনে কীভাবে ফাঁক থেকে গেলে সেই প্রশ্নও করছেন অনেকে।
ভারতে Google Pixel 9a এর দাম ও স্পেসিফিকেশন
ভারতে পিক্সেল ৯এ ফোন ৪৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছে। এটি ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। রয়েছে ৬.৩ ইঞ্চি অ্যাকুয়া পোলড ডিসপ্লে এবং ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট। পারফরম্যান্সের জন্য টেনসর জি৪ চিপসেট দেওয়া হয়েছে, যার সাথে ৮ জিবি র্যাম পাওয়া যাবে। এটি ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ এসেছে।