লঞ্চ হয়ে গিয়েছে গুগলের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন Pixel 9a। একাধিক এআই ফিচার্স, দুরন্ত ক্যামেরা-সহ নানা চমক নিয়ে হাজির হয়েছে এই ডিভাইস। তবে এই স্মার্টফোন ভারতের বাজারে দাম ও ফিচার্সের নিরিখে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে চলেছে। কারণ কিছুদিন আগেই লঞ্চ হয়েছে অ্যাপলের সবথেকে কম দামি iPhone 16e। দুই ফোনের মধ্যে সেরা কোনটা? চলুন তুলনা করা যাক।
ভারতে পিক্সেল ৯এ ফোনের দাম ৪৯,৯৯৯ টাকা। এপ্রিল থেকে শুরু হবে এর বিক্রি। আর আইফোন ১৬ই এর দাম শুরু ৫৯,৯০০ টাকা থেকে। অর্থাৎ ১০ হাজার টাকা বেশি। এই ফোনের তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে। টপ মডেলের দাম ৮৯,৯০০ টাকা।
আইফোন ১৬ই মডেলে রয়েছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। গুগল পিক্সেল ৯এ মডেলে রয়েছে ৬.৩ ইঞ্চি Actua pOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
অ্যাপলের এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে এ১৮ চিপসেট। এটি আইফোন ১৬ সিরিজেও রয়েছে। এতে ৮ জিবি র্যামের সাথে অ্যাপলের এআই বৈশিষ্ট্যগুলি পাওয়া যাবে। সর্বোচ্চ ইন্টারনাল স্টোরেজ ৫১২ জিবি। অন্যদিকে, গুগলের ফোনে রয়েছে টেনসর জি৪ চিপসেট। এতেও ৮ জিবি র্যাম রয়েছে। স্টোরেজ বিকল্প ১২৮ জিবি এবং ২৫৬ জিবি।
আইফোনটির পিছনে রয়েছে কেবল একটি ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সেলফি ও ভিডিয়ো রেকর্ডিংয়ের জন্য একটি ১২ এমপি ফ্রন্ট ক্যামেরা। পিক্সেল ৯এ-তে, পাওয়া যাবে OIS + EIS সহ একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং পিছনে একটি ১৩ এমপি আল্ট্রাওয়াইড লেন্স। ফোনটিতে একটি ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
আইফোন ১৬ই এর ব্যাটারি ক্যাপাসিটি জানা না গেলেও চার্জিং ২০ ওয়াট পর্যন্ত। পিক্সেল ৯এ ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৫,১০০mAh এবং চার্জিং ২৩ ওয়াট।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.