HMD 101, HMD 100 ভারতে হাজার টাকার কম দামে লঞ্চ হল, ফুল চার্জে ৬ দিন পর্যন্ত চলবে

শুক্রবার ভারতে লঞ্চ হল HMD 101 এবং HMD 100 ফিচার ফোন। HMD 101 মডেলে আছে ১০০০ এমএএইচ ব্যাটারি যা ২.৭৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে। সাথে পাওয়া যাবে ইউনিসক ৬৫৩৩জি প্রসেসর এবং এটি S30+​ অপারেটিং সিস্টেমে চলবে। হ্যান্ডসেটটি সাত ঘন্টা পর্যন্ত টকটাইম অফার করবে বলে দাবি করা হয়েছে। আজ থেকে অফলাইন এবং অনলাইন মার্কেটে তিনটি ভিন্ন কালার অপশনে ফোন দুটি কেনা যাবে।

HMD 101, HMD 100 এর ভারতে দাম, লভ্যতা

ভারতে HMD 101 এবং HMD 100 এর মূল্য ৯৪৯ টাকা রাখা হয়েছে। তবে এইচএমডি ইন্ডিয়া স্টোরে, HMD 101 এর দাম এই মুহূর্তে দেখা যাচ্ছে ১,০৪৯ টাকা এবং এমআরপি ১,০৪৯ টাকা।

উভয় এইচএমডি হ্যান্ডসেট আজ থেকে কোম্পানির অনলাইন স্টোর, ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনা যাবে। আর এইচএমডি ১০১ নীল, ধূসর এবং টিল কালারে পাওয়া যাবে, এদিকে এইচএমডি ১০০ ধূসর, টিল এবং লাল কালারে এসেছে।

HMD 101, HMD 100 এর স্পেসিফিকেশন ও ফিচার

HMD 101 ও HMD 100 ফিচার ফোন দুটি S30+ অপারেটিং সিস্টেমে চলে। উভয় হ্যান্ডসেটে ১.৭৭ ইঞ্চি ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন ১৬০x১২৮ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ৪:৫। এগুলিতে ব্যবহার করা হয়েছে ইউনিসক ৬৫৩৩জি চিপসেট, যার সাথে ৪ এমবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। আবার HMD 101 মডেলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। এদিকে প্রথম মডেলে ৪ এমবি র‌্যামও আছে, যেখানে HMD 100 ডিভাইসে মিলবে ৮ এমবি র‌্যাম।

সদ্য লঞ্চ হওয়া নতুন ফোনগুলিতে অপসারণযোগ্য ব্যাটারি দেওয়া হয়েছে। এরমধ্যে HMD 101 ফোনে ১,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, অন্যদিকে HMD 100 মডেলে পাওয়া যাবে ৮০০ এমএএইচ ব্যাটারি, যা ছয় ঘন্টা পর্যন্ত টকটাইম অফার করবে। উভয় হ্যান্ডসেটই ২.৭৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে। আর কানেক্টিভিটি অপশন হিসেবে HMD 101 এবং HMD 100 মডেলে আছে ৩.৫মিমি হেডফোন জ্যাক, মাইক্রো ইউএসবি পোর্ট এবং বিল্ট-ইন এফএম রেডিও।

এছাড়াও HMD 100 মডেলে ফোন টকার, ডুয়াল এলইডি ফ্ল্যাশ ইউনিট, ১০টি ভারতীয় ভাষা উপস্থিত।