মোবাইল

নোকিয়া ফোন নির্মাতা এইচএমডি লঞ্চ করল দুর্দান্ত ফোন, 6 হাজার টাকায় 4 জিবি র‌্যাম সহ শক্তিশালী ব্যাটারি

Published on:

Hmd key launched with unisoc chipset 8mp camera price specifications

এইচএমডি বিশ্ব বাজারে তাদের নতুন ফোন HMD Key লঞ্চ করল। ডিভাইসটি ফোরজি কানেক্টিভিটির সাথে এসেছে। এর দাম প্রায় 6,000 টাকা। HMD Key স্মার্টফোনে পাওয়া যাবে ইউনিসক 9832e চিপসেট এবং অ্যান্ড্রয়েড 14 গো অপারেটিং সিস্টেম। আবার ভার্চুয়াল র‌্যাম ফিচারের মাধ্যমে এতে মোট 4 জিবি র‌্যাম রয়েছে। ফোনটি 8 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আসে। ডিভাইসটি IP52 রেটিংযুক্ত। আসুন এর দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

HMD Key ফোনের দাম

যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এইচএমডি কী এর দাম রাখা হয়েছে 59 পাউন্ড (প্রায় 6,300 টাকা)। অন্যান্য অঞ্চলে হ্যান্ডসেটটির লভ্যতা সম্পর্কে এখনও কোনো তথ্য দেয়নি সংস্থাটি। ফোনটি আইসি ব্লু এবং মিডনাইট ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

WhatsApp Community Join Now

HMD Key এর স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে ও প্রসেসর

এইচএমডি কী ফোনে আছে 6.52 ইঞ্চি ডিসপ্লে, যার রেজোলিউশন 576×1280 পিক্সেল, রিফ্রেশ রেট 60Hz, পিক ব্রাইটনেস লেভেল 460 নিট এবং অ্যাসপেক্ট রেশিও 20:9। ডিভাইসটি ইউনিসক 9832e প্রসেসর দ্বারা চালিত এবং এতে 2 জিবি র‌্যাম এবং 32 জিবি স্টোরেজ আছে। আবার হ্যানৃডসেটটি 2 জিবি পর্যন্ত অতিরিক্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট সহ এসেছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ আরও বাড়ানো যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড 14 গো এডিশনে চলে। সংস্থার তরফে জানানো হয়েছে, এতে দু’বছর ধরে প্রতি কোয়ার্টারে সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য, HMD Key ফোনে অটোফোকাস সহ 8 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা বর্তমান, সাথে রয়েছে এলইডি ফ্ল্যাশ ইউনিট। সেলফির জন্য, সামনে 5-মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে, যা স্ক্রিনের মাঝখানে ওয়াটারড্রপ নচের মধ্যে উপস্থিত। প্রাইমারি রিয়ার ক্যামেরায় পোর্ট্রেট, নাইট, স্লো মোশন, টাইম ল্যাপস এবং প্যানোরামা সহ একাধিক ইমেজিং মোড সমর্থন করে।

ব্যাটারি

HMD Key ফোনে 10W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ 4000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। চার্জিংয়ের জন্য এতে ইউএসবি টাইপ-সি পোর্ট পাওয়া যাবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে 4G, ওয়াই-ফাই, ব্লুটুথ 5.4, এফএম, জিপিএস, এজিপিএস, গ্যালিলিও এবং 3.5 মিমি অডিও জ্যাক। আবার এর বডি IP52 রেটেড বিল্ডের সাথে এসেছে, যা জল ও ধুলো থেকে সুরক্ষা দেবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন