Vivo Y400 5G ভারতে ৫০ মেগাপিক্সেল Sony IMX852 ক্যামেরা সহ লঞ্চ হল, দাম সাধ্যের মধ্যে

Vivo Y400 5G আজ সোমবার ভারতে লঞ্চ হল। কয়েকদিন আগে এটি বাংলাদেশে আত্মপ্রকাশ করেছিল। একই ফিচার সহ ফোনটি ভারতে এসেছে। এতে আছে ১৮০০ নিটস ব্রাইটনেসের অ্যামোলেড ডিসপ্লে, ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর। চলতি সপ্তাহে Vivo Y400 5G এর ভারতে সেল শুরু হবে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া।

Vivo Y400 5G এর ভারতে দাম ও কালার অপশন

ভারতে Vivo Y400 5G-এর দাম শুরু হয়েছে ২১,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ পড়বে ২৩,৯৯৯ টাকা। ফোনটি দুটি কালার অপশনে পাওয়া যাবে – গ্ল্যাম হোয়াইট ও অলিঢ গ্রিন।

সেল ও লঞ্চ অফার

ভিভো ওয়াই৪০০ ৫জি আগামী ৭ আগস্ট থেকে ভিভো ইন্ডিয়া ই-স্টোর, Flipkart, Amazon এবং নির্দিষ্ট কিছু অফলাইন স্টোর থেকে কেনা যাবে। আর লঞ্চ অফার হিসেবে SBI, IDFC First, Yes Bank, BOBcard, DBS এবং Federal Bank-এর কার্ড ব্যবহারকারীরা ১০% পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। সাথে রয়েছে ১০ মাসের ইএমআই অফার।

Vivo Y400 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

এই ফোনে পারফরম্যান্সের জন্য কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ব্যবহার করা হবে, যার সাথে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যুক্ত আছে। Vivo Y400 5G এর সামনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেখা যাবে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনেস ১৮০০ নিটস পর্যন্ত।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে দেওয়া হয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য Vivo Y400 5G এর পিছনে ৫০ মেগাপিক্সেল Sony IMX852 প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর পাওয়া যাবে। আর সামনে সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

স্মার্টফোনটির অন্যান্য ফিচারের মধ্যে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP68 ও IP69 রেটিং, যা জল বা ধুলো থেকে সুরক্ষা দেয়।