HMD Pulse 2 Pro মনে করাবে iPhone 17 Pro এর কথা, কম দামে শীঘ্রই লঞ্চ হচ্ছে

এইচএমডি গত বছর এপ্রিলে HMD Pulse Pro ফোনটি লঞ্চ করেছিল এবং এখন এর উত্তরসূরি HMD Pulse 2 Pro-এর ওপর কাজ করছে সংস্থাটি। লঞ্চের আগেই ইতিমধ্যেই এর ব্যাটারি এবং চিপসেট সম্পর্কিত তথ্যগুলি প্রকাশ্যে এসেছে। পাশাপাশি ফোনটির একটি রেন্ডারও ফাঁস হয়েছে, যা এর আকর্ষণীয় ডিজাইনটি তুলে ধরেছে। HMD Pulse 2 Pro-এর ক্যামেরা মডিউলটি অ্যাপলের iPhone 17 লাইনআপ দ্বারা অনুপ্রাণিত হবে বলে মনে হচ্ছে। আসুন এই আপকামিং হ্যান্ডসেটটির সর্ম্পকে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।

সামনে এল HMD Pulse 2 Pro এর মূল স্পেসিফিকেশন এবং ডিজাইন

HMD Pulse 2 Pro এর ক্যামেরা আইল্যান্ডটি স্ট্যান্ডার্ড iPhone 17 এবং Pro উভয় হ্যান্ডসেটের ক্যমেরার ডিজাইন থেকে অনুপ্রাণিত। এই ডুয়েল-ক্যামেরা সেটআপটি উঁচু পিল-আকৃতির মডিউলের ভিতরে অবস্থিত থাকবে, আর সেই অ্যাসেম্বলিটি একটি উঁচু গোলাকার কোণযুক্ত বর্গাকৃতির অংশের মধ্যে পাওয়া যাবে, যা লেটেস্ট iPhone 17 Pro মডেলের কথা মনে করিয়ে দেবে। উল্লেখ্য, এই ক্যামেরার আইল্যান্ডটি HMD Pulse Pro এর তুলনায় লক্ষণীয়ভাবে উঁচু হবে বলে মনে হচ্ছে।

HMD Pulse 2 Pro-এর স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)

HMD Pulse 2 Pro মডেলে ৬.৭ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে, যা পূর্বসূরির ৬.৬৫ ইঞ্চির স্ক্রিনের থেকে বড়। নতুন মডেলের ডিসপ্লেটি ফুলএইচডি প্লাস রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। সামগ্রিকভাবে, এটি পূর্বসূরির তুলনায় মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্সে উল্লেখযোগ্য উন্নতি নিয়ে আসবে।

পারফরম্যান্সের জন্য, HMD Pulse 2 Pro ফোনটি Unisoc T615 প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানা গেছে। এটি আগের একটি রিপোর্টের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেখানে Unisoc T7250 চিপসেটটি থাকবে বলে উল্লেখ করা হয়েছিল, যা মূলত T615 এরই একটি রিব্যাজড ভার্সন। তবে, নতুন প্রসেসরটি পূর্বসূরিতে থাকা Unisoc T606-এর মতো ১২ ন্যানোমিটার প্রক্রিয়ার ওপর ভিত্তি করে তৈরি এবং এটি ৫জি সংযোগ সাপোর্ট করে না।

অন্যান্য আপগ্রেডগুলির মধ্যে রয়েছে সামান্য উন্নত ইনগ্রেস প্রোটেকশন রেটিং (আইপি৫৪), ডুয়েল স্পিকার, দুটি মাইক্রোফোন, “কাস্টম বাটন” এবং এনএফসি (NFC) কয়েল। ফোনটি তিনটি কালার অপশনে আসবে বলে জানা গেছে, এগুলি হল – গ্লেসিয়ার গ্রিন, মিডনাইট ব্ল্যাক এবং টোয়াইলাইট পার্পল। তবে এখনও ফোনটির লঞ্চের তারিখ সর্ম্পকে কিছু জানা যায়নি।