অনার শীঘ্রই ৪০০ সিরিজের অধীনে নতুন স্মার্টফোন বাজারে আনতে চলেছে, যার নাম রাখা হবে Honor 400 Smart 5G। এর আগে গত মে মাসে এই সিরিজের অধীনে Honor 400 এবং Honor 400 Pro ফোন দুটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। আজ ইউরোপের এক টেলিকম অপারেটর Orange-এর ওয়েবসাইটে নয়া ডিভাইসটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখান থেকে Honor 400 Smart 5G এর নাম এবং বিশেষ বিশেষ ফিচারগুলি সামনে এসেছে। আমাদের অনুমান, Honor 400 Smart 5G আগে ইউরোপের বাজারে পা রাখবে, এরপর অন্যান্য দেশে আসবে।
টেলিকম অপারেটরের ওয়েবসাইট অনুযায়ী, Honor 400 Smart 5G ফোনে থাকবে ৬.৭৭ ইঞ্চি এইচডি এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৭০০ নিট। এটি ব্ল্যাক ও গ্রে কালার অপশনে ওয়েবসাইটে তালিকাভুক্ত আছে। ডিভাইসটির পিছনে স্কোয়ার আকৃতির ক্যামেরা মডিউল এবং সামনে পাঞ্চ হোলের মধ্যে সেলফি ক্যামেরা দেখা যাবে।
পারফরম্যান্সের জন্য অনার ৪০০ স্মার্ট ৫জি হ্যান্ডসেটে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ চিপসেট, ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ দেওয়া হবে। আবার এতে ৪ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অনার ম্যাজিক ইউআই ৯.০ কাস্টম স্কিনে চলবে। কোম্পানির এতে পাঁচ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেবে বলে আশা করা যায়।
ফটোগ্রাফির জন্য Honor 400 Smart 5G স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট খরবে। ফোনটি এটি IP64 রেটিং ও SGS সার্টিফায়েড ড্রপ ও ক্রাশ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন সহ আসবে।
মে মাসে লঞ্চ হওয়া Honor 400 ও 400 Pro ডিভাইস দুটির দাম শুরু হয়েছিল ৩৯৯ পাউন্ড (যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৮,০০০ টাকা) থেকে। আশা করা হচ্ছে নতুন মডেলটি আরও কম দামে লঞ্চ হবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.