Honor Magic 7 Lite আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়ে গেল। গত বছর অক্টোবরে চীনে Magic 7 ও Magic 7 Pro নিয়ে এসেছিল অনার। এবার এই লাইনআপের তৃতীয় মডেল হিসাবে লাইট ভ্যারিয়েন্ট হাজির করা হয়েছে। নতুন মিড-রেঞ্জ ফোনটিতে 108 মেগাপিক্সেল ক্যামেরা, AMOLED ডিসপ্লে, 6600 এমএএইচ ব্যাটারি সহ নানা আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে।
Honor Magic 7 Lite স্পেসিফিকেশন ও ফিচার্স
অনার ম্যাজিক 7 লাইট 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 1.07 বিলিয়ন কালার, 4000 নিটস পিক ব্রাইটনেস, ও 2700×1224 পিক্সেল রেজোলিউশন অফার করে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 চিপসেটের সঙ্গে অ্যাড্রিনো A710 জিপিইউ রয়েছে এতে। Android 14 নির্ভর ম্যাজিকওএস 8.0 সফটওয়্যারে চলবে এই ফোন। 8 জিবি র্যাম ও 256 জিবি/512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ।
ফটোগ্রাফির জন্য, ম্যাজিক 7 লাইটের পিছনে 108 মেগাপিক্সেল OIS প্রাইমারি ক্যামেরা ও 5 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। অন্যদিকে, ফ্রন্টে মিলবে 16 মেগাপিক্সেল ক্যামেরা। মেইন ক্যামেরা দিয়ে 4K ভিডিয়ো রেকর্ড করা যাবে, তাও আবার 10x জুমের সঙ্গে। 6600mah সিলিকন কার্বন ব্যাটারি ফোনটিকে শক্তি সরবরাহ করে। থাকছে 66W চার্জার। ফোনের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আল্ট্রা বাউন্স 2.0 অ্যান্টি-ড্রপ প্রযুক্তি এবং IP64 জল এবং ধুলো প্রতিরোধী ব্যবস্থা ও একঝাঁক AI ফিচার্স।
Honor Magic 7 Lite দাম
অনার ম্যাজিক 7 লাইট টাইটানিয়াম পার্পল এবং টাইটানিয়াম ব্ল্যাক রঙে উপলব্ধ। ইতালিতে এই ফোনের দাম 369 ইউরো থেকে শুরু। ভারতীয় মুদ্রায় যা প্রায় 32,500 টাকা। এটি 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য। আর 512 জিবি ভার্সনের জন্য খরচ হবে 399 ইউরো (35,100 টাকা)।