Honor Magic 8 সিরিজ ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭৫০০mAh ব্যাটারি সহ লঞ্চ হল

অনার ব্রিটেনে একসাথে লঞ্চ করল তাদের নতুন দুটি স্মার্টফোন, Honor Magic 8 Lite এবং Honor Magic 8 Pro। উভয় হ্যান্ডসেট প্রিমিয়াম রেঞ্জে এসেছে। এগুলিতে স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে পাওয়া যাবে ২০০ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা ও ৭৫০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি। আর সেলফির জন্য ৫০ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা উপস্থিত। আসুন Honor Magic 8 Lite এবং Honor Magic 8 Pro এর স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।
Honor Magic 8 Pro এর স্পেসিফিকেশন ও দাম
Honor Magic 8 Pro স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৭১ ইঞ্চি এলটিপিও ওএলইডি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর, সঙ্গে ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ।
ফটোগ্রাফির জন্য পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও ২০০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফির জন্য সামনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা আছে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬২৭০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড ও ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এটি চলে ম্যাজিক ওএস ১০ কাস্টম স্কিনে, যেখানে একাধিক AI ফিচার রয়েছে। এর দাম ১০৯৯.৯৯ পাউন্ড, ভারতীয় মুদ্রায় প্রায় ১,৩২,৮০০ টাকা।
Honor Magic 8 Lite এর ফিচার ও মূল্য
অন্যদিকে Honor Magic 8 Lite মডেলটিকে তুলনামূলকভাবে মিড-প্রিমিয়াম ব্যবহারকারীদের লক্ষ্য করে আনা হয়েছে। এতে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৭৯ ইঞ্চি ১.৫কে ডিসপ্লে। প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪, সঙ্গে ৮ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ।
ক্যামেরা বিভাগে স্মার্টফোনটির পিছনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স মিলবে। সামনে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসটি ৭৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এতে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর দাম রাখা হয়েছে ৩৯৯.৯৯ পাউন্ড, ভারতীয় মূল্যে প্রায় ৪৮,০০০ টাকা।

