গত মাসে চীনে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট সহ লঞ্চ হয়েছিল Honor Magic 8 Pro। এবার স্মার্টফোনটি মালয়েশিয়ার বাজারে এল। তবে এর চীনা ভার্সনে যেখানে ৭,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, সেখানে গ্লোবাল ভার্সনের ৭,১০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। আর গ্লোবাল মডেলে ১২০ ওয়াটের পরিবর্তে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যদিও ব্যাটারি এবং চার্জিং স্পিড ছাড়া উভয় মডেলের অন্যান্য সমস্ত স্পেসিফিকেশন একই রকম রয়েছে। আসুন Honor Magic 8 Pro এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
মালয়েশিয়ায় Honor Magic 8 Pro এর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪,৫৯৯ রিঙ্গিত (প্রায় ৯৯,০০০ টাকা)। আবার এর ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ মডেলের দাম ৫,১৯৯ রিঙ্গিত (প্রায় ১,১২,০০০ টাকা) রাখা হয়েছে। এটি ব্ল্যাক, সানরাইজ গোল্ড এবং স্কাই সায়ান কালার অপশনে পাওয়া যাবে।
অনার ম্যাজিক ৮ প্রো এর গ্লোবাল ভ্যারিয়েন্টে ৭১০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত। এই ব্যাটারি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৮০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ম্যাজিকওএস ১০ কাস্টম স্কিনে চলে। এর সামনে ৬.৭১ ইঞ্চি ১.৫কে (১২৫৬×২৮০৮ পিক্সেল) LTPO OLED ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত এবং ব্রাইটনেস ৬০০০ নিটস পর্যন্ত। পারফরম্যান্সের জন্য এতে অ্যাড্রেনো ৮৪০ জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট ব্যবহার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Honor Magic 8 Pro মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৩.৭এক্স অপটিক্যাল জুম এবং ১০০এক্স ডিজিটাল জুম সহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৫০ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল সেলফি শ্যুটার এবং ৩ডি ডেপথ সেন্সর রয়েছে।
Honor Magic 8 Pro মডেলে ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৮, আইপি৬৯ এবং আইপি৬৯ কে রেটেড বিল্ড উপস্থিত। সিকিউরিটির জন্য এতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে।
Realme P4x 5G ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলেছে। কোম্পানির তরফে সম্প্রতি ফোনটির আগমনের…
আপনি যদি নতুন iPhone 17 কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে তাড়াতাড়ি কিনে নিন। আসলে সম্প্রতি…
বুধবার বিশ্ব বাজারে লঞ্চ হল Poco F8 সিরিজ। এই লাইনআপের অধীনে Poco F8 Ultra ও…
লন্ডন ভিত্তিক প্রযুক্তি কোম্পানি নার্থিং তাদের নতুন বাজেট স্মার্টফোন, Nothing Phone (3a) Lite আজ ভারতে…
Poco C85 ইতিমধ্যেই বিশ্ব বাজারে পা রেখেছে এবং শীঘ্রই ডিভাইসটি ভারতে লঞ্চ হবে বলে শোনা…
ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Redmi 15C 5G। ইতিমধ্যেই ফোনটির সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন…
This website uses cookies.