Honor তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Magic 8 Pro বাজারে নিয়ে আসছে। সম্প্রতি এর ব্যাটারি ও ক্যামেরা সম্পর্কিত তথ্য ফাঁস হয়েছে। যা সত্যি হলে বলতে দ্বিধা নেই যে, নয়া ফোনটি আগের মডেলের তুলনায় বেশ কিছু আপগ্রেড সহ আসবে। যদিও কিছু পুরানো ফিচারকে আরও উন্নত করে ফিরিয়ে আনা হচ্ছে। Honor Magic 8 Pro ডিভাইসটি Samsung বা Xiaomi-এর ফ্ল্যাগশিপ ফোনকে টেক্কা দেবে।
জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন বলেছেন, অনার ম্যাজিক ৮ প্রো ফোনে বড় ব্যাটারি, উন্নত ক্যামেরা সেন্সর, আর একেবারে নতুন চিপসেট দেওয়া হবে। এর সামনে দেখা যাবে ৬.৭১ ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে। যেখানে ম্যাজিক ৭ প্রো মডেলে ছিল ৬.৮ ইঞ্চি কার্ভড এলটিপিও ওএলইডি প্যানেল। যদিও নয়া ডিভাইসের ডিসপ্লের রেজোলিউশন বা ব্রাইটনেস সম্পর্কে কিছু জানা যায়নি।
পারফরম্যান্সের জন্য অনার ম্যাজিক ৮ প্রো হ্যান্ডসেটে কোয়ালকমের Snapdragon ৮ এলিট ২ প্রসেসর ব্যবহার করা হবে, যার সিঙ্গল কোর স্কোর ৪০০০-এরও বেশি এবং মাল্টিকোর পারফরম্যান্স ১১,০০০ পেরিয়ে গেছে। ফলে স্মার্টফোনটি দুর্দান্ত পারফরম্যান্স দেবে।
ফটোগ্রাফির জন্য Honor Magic 8 Pro মডেলে ২০০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকবে। এর সাথে প্রাইমারি ও টেলিফটো ক্যামেরা দেওয়া হবে। হয়তো এই দুই ক্যামেরার জন্য নতুন সেন্সর ব্যবহার করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৭,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যেখানে আগের মডেলে ছিল ৫,৮৫০ এমএএইচ ব্যাটারি। আর চার্জিং স্পিডও সম্ভবত ৮০ ওয়াট থেকে ১০০ ওয়াটের মধ্যে থাকবে।
টিপস্টার আরও বলেছেন, আপকামিং এই স্মার্টফোনে আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি 3D ফেস রিকগনিশন ফিচার থাকবে। ডিভাইসটি প্রিমিয়াম গ্লাস বডি আর IP68/IP69 ওয়াটার-ডাস্ট রেটিং সহ আসবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.