Honor Magic 8 RSR Porsche Design এর লঞ্চের তারিখ, ডিজাইন ও ক্যামেরা ফিচার ফাঁস

Honor Magic সিরিজের অধীনে Porsche Design বাজারে আসতে চলেছে। আসন্ন ডিভাইসটির নাম রাখা হবে Honor Magic 8 RSR Porsche Design। যদিও কোম্পানির তরফে এখনও ফোনটি সম্পর্কে কিছু বলা হয়নি। তবে এর লঞ্চের তারিখ থেকে শুরু করে ডিজাইন, প্রায় সবকিছু সামনে এসেছে। জনপ্রিয় এক টিপস্টার দাবি করেছেন যে স্মার্টফোনটি ১৯ জানুয়ারি বাজারে আসবে। একই দিনে Honor Magic 8 Pro Air-ও লঞ্চ হওয়ার কথা রয়েছে।
Honor Magic 8 RSR Porsche Design এর ডিজাইন
ফাঁস হওয়া প্রোমোশনাল ছবিতে আপকামিং অনার হ্যান্ডসেটটিকে বেগুনি রঙে দেখা গেছে। রিয়ার প্যানেলে অভিনব ক্যামেরা মডিউল দেখা যাবে, যাকে অনেকে “স্কুইরকেল” বলছেন। তিনটি ক্যামেরা সেন্সর নিয়ে এই ডিজাইন অনেকটাই আগের Magic 7 RSR Porsche Design-এর মতো দেখতে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য এতে ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে। যার ফোকাল লেন্থ ৮৫এমএম, অ্যাপারচার এফ/২.৬। প্রাইমারি ক্যামেরার অ্যাপারচার এফ/১.৬, সঙ্গে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আলাদা করে ডেডিকেটেড ক্যামেরা বাটন দেওয়ার কথা শোনা যাচ্ছে।
ব্যাটারি ও চার্জিং
Honor Magic 8 RSR Porsche Design মডেলে পাওয়ার ব্যাকআপের জন্য ৭২০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এই ব্যাটারি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সাথে মেটাল ফ্রেম থাকার কথাও বলা হয়েছে।
আগের মডেলের সঙ্গে তুলনা
২০২৪ সালে লঞ্চ হওয়া Magic 7 RSR Porsche Design-এর দাম ছিল ৭৯৯৯ ইউয়ান। যেখানে ছিল ৬.৮ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম এডিশন চিপসেট এবং ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৮৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছিল।

