Honor Magic V Flip 2 আজ বৃহস্পতিবার চীনে লঞ্চ হল। এর দাম শুরু হয়েছে প্রায় ৬৬,০০০ টাকা থেকে। এই ফ্লিপ ফোনে আছে ৬.৮২ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ও ৫৫০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি। এটি চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। Honor Magic V Flip 2 স্মার্টফোনটি তিনটি সাধারণ কালার ও একটি বিশেষ এডিশন সহ পাওয়া যাবে। এই বিশেষ এডিশন তৈরি করেছে ফ্যাশন ডিজাইনার জিমি চু ইয়েং কিট ওবিই।
Honor Magic V Flip 2 এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য ৫৪৯৯ ইউয়ান (প্রায় ৬৬,৯০০) থেকে। আবার ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ ও ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৫৯৯৯ ইউয়ান (প্রায় ৭২,৯০০ টাকা), ৬৪৯৯ ইউয়ান (প্রায় ৭৯,০০০ টাকা) এবং ৭৪৯৯ ইউয়ান (প্রায় ৯১,২০০ টাকা)।
অনার ম্যাজিক ভি ফ্লিপ ২ এর প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। আর ২৮ আগস্ট থেকে চীনে এর সেল শুরু হবে। কোম্পানি জানিয়েছে, এর বিশেষ এডিশনএর লুক ক্রিস্টালের ছোঁয়া থেকে অনুপ্রাণিত। এছাড়া ডিভাইসটি পার্পেল, হোয়াইট, গ্রে কালার অপশনে এসেছে।
অনার ম্যাজিক ভি ফ্লিপ ২ ফ্লিপ ফোনে ৬.৮২ ইঞ্চি ওএলইডি স্ক্রিন দেওয়া হয়েছে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন, ৫০০০ নিটস পিক ব্রাইটনেস ও এইচডিআর১০ প্লাস সাপোর্ট করবে। এতে ৪ ইঞ্চি কভার ডিসপ্লে আছে, যার ব্রাইটনেস ৩৬০০ নিটস। দুটো ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এতে ওয়ান-ক্লিক স্মার্ট রিপ্লাই, এআই ইন্টারপ্রেটার এবং ম্যাজিক ক্যাপসুল সহ বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার উপস্থিত।
পারফরম্যান্সের জন্য Honor Magic V Flip 2 ডিভাইসে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ১৬ জিবি র্যাম ও ১টিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। পারফরম্যান্স উন্নত করতে এতে আরএফ এনহ্যান্সমেন্ট চিপ সি১ প্লাস দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য এতে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, যা EIS আর OIS সাপোর্ট করবে। এর সাথে আছে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। ডিভাইসটি ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ এসেছে। অনার এতে এআই ইমেজ ইঞ্জিনও যুক্ত করেছে, যার মধ্যে রয়েছে ৩০এক্স টেলিফটো শুটিংয়ের জন্য AI সুপার জুম ও আরও কিছু দারুণ ফিচার।
কোম্পানির দাবি, Honor Magic V Flip 2 স্মার্টফোনটি ৩,৫০,০০০ বার ফোল্ড করার টেস্টের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এতে দেওয়া হয়েছে এয়ারোস্পেস-গ্রেড টাইটানিয়াম অ্যালয় হিঞ্জ। ফোনটি IP58 ও IP59 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স সার্টিফিকেশন সহ এসেছে।
পাওয়ার ব্যাকআপের জন্য পাওয়া যাবে ৫৫০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি, যা ৮০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ৭.৫ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জ সাপোর্ট করবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.