এতদিন Honor-এর কাছে বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোনের তকমা ছিল। কিন্তু গত মাসে Find N4 লঞ্চের মাধ্যমে সেই তকমা ছিনিয়ে নিয়েছে Oppo। তবে অনার-ও চুপ করে বসে থাকার পাত্র নয়। ওপ্পোর মডেলটির থেকেও স্লিম ফোল্ডেবল স্মার্টফোন আনছে তারা। এই ফোনটির নাম Honor Magic V4। এতে ২০০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite প্রসেসর থাকবে বলে জানা গিয়েছে।
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার সোশাল মিডিয়া পোস্টে একটি ফোনের ডিসপ্লে, ক্যামেরা আপগ্রেড, ও ডিজাইন সম্পর্কে তথ্য ফাঁস করেছেন, যা অনার ম্যাজিক ভি৪-এর বলেই মনে করা হচ্ছে। ফোনটিতে ৮ ইঞ্চির এলটিপিও ইন্টারনাল ডিসপ্লে থাকবে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং রেজোলিউশন ২K। কভার ডিসপ্লেটিও হবে এলটিপিও প্রযুক্তির যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং দৈর্ঘ্য ৬.৪৫ ইঞ্চি।
ক্যামেরার দিক থেকে, ম্যাজিক ভি৪ একটি ৫০ মেগাপিক্সেলর ১/১.৫ ইঞ্চি প্রধান সেন্সর পাবে বলে জানা গিয়েছে। ফোনটিতে ৩x অপটিক্যাল জুম সহ ২০০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর থাকার দাবি করা হয়েছে, যা Magic V3-এর ৫০ মেগাপিক্সেল জুম লেন্সর তুলনায় বিশাল আপগ্রেড। ব্যাক প্যানেলে আরও একটি ক্যামেরা থাকতে পারে যার তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই।
Honor Magic V4 ফোনটি ৯ মিলিমিটারের থেকেও পাতলা হতে পারে, ফলে এটি বিশ্বের সবচেয়ে স্লিম ফোল্ডেবলের তকমা পাবে। এছাড়া, ডিভাইসটিতে IPX8 ওয়াটারপ্রুফ রেটিং এবং স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট থাকবে বলেও জল্পনা শোনা যাচ্ছে। তবে, বায়োমেট্রিক্সের জন্য, ইন-ডিসপ্লের পরিবর্তে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করছে বলে জানা গিয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.