অনার আগামী ২ জুলাই চীনে লঞ্চ করতে চলেছে তাদের পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন, Honor Magic V5। সম্প্রতি শাংহাইয়ের ২০২৫ এমডব্লিউসি ইভেন্টে ভাষণের সময় এই কথা জানান কোম্পানির সিইও জর্জ ঝাও। তিনি আরও বলেন, এটি শুধুমাত্র একটি ফোল্ডেবল ফোন হবে না, বরং একধরনের ‘এআই পাওয়ারহাউস’ হতে চলেছে। জানা গেছে Honor Magic V5 স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ ৬১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
ঝাও জানিয়েছেঞ, Honor Magic V5 হবে বিশ্বের সবচেয়ে হালকা এবং পাতলা ফোল্ডেবল ফোন। যদিও তিনি পরিমাপ জানাননি, তবে রিপোর্ট অনুযায়ী, ফোনটি খুললে প্রায় ৮ মিমি পুরু হবে, আর এর ওজন হতে পারে ২১০ থেকে ২১৯ গ্রাম।
এছাড়া অনার ম্যাজিক ভি৫ স্মার্টফোনে অত্যাধুনিক এআই সাপোর্ট থাকবে, যেখানে পাওয়া যাবে ফুল-স্ট্যাক পার্সোনাল নলেজ সিস্টেম, মাল্টি-এজেন্ট এআই হেল্প, পিসি-গ্রেড প্রোডাকটিভিটি, এবং সব অনার ডিভাইসের সঙ্গে স্মার্ট কানেক্টিভিটি।
এর আগে জানা গেছে, অনার ম্যাজিক ভি৫ ফোনে ৭.৯৫-ইঞ্চি ২কে+ এলটিপিও ইননার ডিসপ্লে এবং ৬.৪৫-ইঞ্চির আউটার স্ক্রিন থাকবে। এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮ এলিট লিডিং ভার্সন চিপসেট। পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে ৬,১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
ক্যামেরা বিভাগেও চমক থাকবে। কারণ এতে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর পাওয়া যাবে। এছাড়া ডিভাইসটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং বেইডু স্যাটেলাইট মেসেজিং সুবিধা অফার করবে। অনার ম্যাজিক ভি৫ চারটি কালার অপশনে আসবে – ভেলভেট ব্ল্যাক, ওয়ার্ম হোয়াইট, ডন গোল্ড ও সিল্ক রোড ডানহুয়াং।
এই ইভেন্টে Honor Magic V5 ছাড়াও আরও কয়েকটি নতুন প্রোডাক্ট লঞ্চ করবে অনার। এর মধ্যে অন্যতম MagicPad 3 ট্যাবলেট। এতে ১৩.৩ ইঞ্চির এলসিডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট, ৬৬ ওয়াট চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা গেছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.