ট্রিপল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ফাটাফাটি ফিচার সহ লঞ্চ হল Honor Magic V5, দাম কত

অনার আজ ২ জুলাই চীনে লঞ্চ করল Honor Magic V5 ফোল্ডেবল স্মার্টফোন। এটা বুক স্টাইল ডিজাইন সহ আসবে। এর দাম শুরু হয়েছে প্রায় ১ লাখ টাকা থেকে। এই ফোনের ইনার ডিসপ্লের সাইজ ৭.৯৫ ইঞ্চি। এছাড়া এই ডিভাইসে আছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৬১০০ এমএএইচ ব্যাটারি। Honor Magic V5 ফোল্ডেবল স্মার্টফোনে একাধিক AI ফিচারও সাপোর্ট করবে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Honor Magic V5 এর দাম ও লভ্যতা

অনার ম্যাজিক ভি৫ এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮,৯৯৯ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১,০৭,৫০০ টাকা। আবার ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ ইউয়ান (প্রায় ১,১৯,৫০০ টাকা) এবং ১৬ জিবি স্টোরেজ + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ১০,৯৯৯ ইউয়ান (প্রায় ১,৩১,৪০০ টাকা)।

অনার ম্যাজিক ভি৫ চারটি রঙে এসেছে – ডন গোল্ড, সিল্ক রোড ডুনহুয়াং, ভেলভেট ব্ল্যাক ও ওয়ার্ম হোয়াইট। ইতিমধ্যেই অনারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এর প্রি-অর্ডার শুরু হয়েছে। আর এর বিক্রি শুরু হবে ৪ জুলাই থেকে।

Honor Magic V5 এর স্পেসিফিকেশন ও ফিচার

অনার ম্যাজিক ভি৫ ফোনে ২কে রেজোলিউশন ও ৫০০০ নিটস পিক ব্রাইটনেসের ৭.৯৫ ইঞ্চি এলটিপিও ওএলইডি ডিসপ্লে আছে। আর এর বাইরে পাওয়া যাবে ৬.৪৫ ইঞ্চি এলটিপিও ওএলইডি কভার স্ক্রিন। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সঙ্গে যুক্ত আছে ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১ টিবি‌ পর্যন্ত স্টোরেজ। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ম্যাজিকওএস ৯.১ কাস্টম স্কিনে চলবে। যেখানে পাওয়া যাবে AI প্রোডাক্টিভিটি ফিচার ও DeepSea কুলিং সাপোর্ট।

ফটোগ্রাফির জন্য Honor Magic V5 এর পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো সেন্সর, যাতে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা OIS ও ৩x অপটিক্যাল জুম সাপোর্ট। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারির কথা বললে, ১ টিবি ভার্সনে দেওয়া হয়েছে ৬১০০ এমএএইচ ব্যাটারি, আর অন্য ভ্যারিয়েন্টগুলিতে ৫৮২০ এমএএইচ ব্যাটারি মিলবে। তবে সব মডেলেই ৬৬ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোল্ডেবল ফোনটি IP58/IP59 রেটিং সহ এসেছে, ফলে জল ও ধুলো থেকে সুরক্ষা পাওয়া যাবে।