Honor Power 2 আসছে 10080mAh দানব ব্যাটারির সাথে, Antutu টেস্টে পেল শীর্ষ স্থান

Honor ফের টেক দুনিয়ায় আলোচনায়। তাদের নতুন স্মার্টফোন Honor Power 2 আগামী সপ্তাহে চীনে লঞ্চ হতে চলেছে। গত কয়েক দিন ধরেই ফোনটির লুক ও বিশাল ব্যাটারি নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছে। দেখতে অনেকটা iPhone 17 Pro-এর মতো, আর ব্যাটারির ক্ষমতা শুনলে থমকে যেতে হয়। ডিভাইসটি আসছে ১০,০৮০ এমএএইচ ব্যাটারির সাথে। হ্যাঁ, ঠিকই পড়ছেন।

AnTuTu স্কোরে বাজিমাত

লঞ্চের আগে অনার নিজেই বড় তথ্য ফাঁস করেছে। একটি উইবো পোস্টে কোম্পানি জানিয়েছে, Honor Power 2 সম্প্রতি AnTuTu বেঞ্চমার্কে ২৪ লাখের বেশি স্কোর করেছে। ফলে এটি অনারের সবচেয়ে বেশি স্কোর করা ডিভাইস হতে চলেছে। বাস্তবে হ্যান্ডসেটটি দুর্দান্ত পারফরম্যান্স দেবে বলে বিশ্বাস করা হচ্ছে।

নতুন Dimensity চিপসেটের সাথে লঞ্চ হবে

এই ফোনেই প্রথমবার ব্যবহার করা হবে মিডিয়াটেক এর নতুন ডাইমেনসিটি ৮৫০০ এলিট চিপসেট। পারফরম্যান্স নিয়ে যারা চিন্তা করেন, তাদের জন্য এটি বেশ ভালো খবর। শক্তিশালী প্রসেসর ও বিশাল ব্যাটারির কম্বিনেশন মানে লং টার্ম ব্যবহারে ফোনটি বেশ ভরসাযোগ্য হতে পারে।

কালার অপশন, ব্যাটারি আর চার্জিং

অনারের অফিসিয়াল চায়নার ওয়েবসাইটে ইতিমধ্যেই Power 2 তালিকাভুক্ত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে তিনটি রঙে ফোনটি আসছে – ফ্যান্টম নাইট ব্ল্যাক, সানবার্স্ট অরেঞ্জ এবং স্নো হোয়াইট। এতে ১০,০৮০ এমএএইচ ব্যাটারির পাশাপাশি থাকবে ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও ২৭ ওয়াট রিভার্স চার্জিং।

ডিসপ্লে ও ক্যামেরা

রিপোর্ট অনুযায়ী, এই ডিভাইসে থাকতে পারে ৬.৭৯ ইঞ্চি এলটিপিএস ফ্ল্যাট ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে, রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও পিক ব্রাইটনেস ৮,০০০ নিটস পর্যন্ত যেতে পারে। ফটোগ্রাফির জন্য মিলবে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

সফটওয়্যার ও লঞ্চের সময়

Honor Power 2 চলতে পারে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ম্যাজিকওএস ১০ কাস্টম স্কিনে। ফোনটি মাত্র ৭.৯৮ মিমি পুরু হবে। আগামী ৫ জানুয়ারি চীনে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে স্মার্টফোনটি লঞ্চ হবে।