দানব ব্যাটারি সহ লঞ্চ হল Honor X70, ৫০ মেগাপিক্সেল AI ক্যামেরা সহ আছে ৮৩০০mAh ব্যাটারি

আজ ১৬ জুলাই চীনে লঞ্চ হল Honor X70। এর দাম শুরু হয়েছে ১৬,০০০ টাকা থেকে। এই ফোনের সবচেয়ে বড় চমক হল ৮,৩০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া Honor X70 ডিভাইসে পাওয়া যাবে ৬০০০ নিটস ব্রাইটনেসের ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও তিনটি আইপি রেটিং। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Honor X70 এর দাম কত

অনার এক্স৭০ এর বেস মডেল ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৩৯৯ ইউয়ান, অর্থাৎ প্রায় ১৬,০০০ টাকা। আবার এর ৮ জিবি র‌্যাম +২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে প্রায় ১৯,০০০ টাকা, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে প্রায় ২১,০০০ টাকা এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় ২৪,০০০ টাকা। আপাতত ফোনটি চীনের বাজারেই পাওয়া যাচ্ছে। এটি চারটি আকর্ষণীয় কালারে এসেছে – বাম্বু গ্রিন, মুন শ্যাডো হোয়াইট, ম্যাজিক নাইট ব্ল্যাক এবং ভার্মিলিয়ন রেড।

Honor X70 এর স্পেসিফিকেশন ও ফিচার

অনার এক্স৭০ হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ম্যাজিকওএস ৯.০ কাস্টম স্কিনে চলবে। এর সামনে দেখা যাবে ৬.৭৯ ইঞ্চি AMOLED ডিসপ্লে, যার সর্বোচ্চ ব্রাইটনেস ৬,০০০ নিটস, রিফ্রেশ রেট ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ডিসপ্লের সুরক্ষার জন্য অ্যালুমিনোসিলিকেট গ্লাস প্রোটেকশন উপস্থিত এবং চোখের সুরক্ষার জন্য আছে ওয়েসিস আই প্রযুক্তি।

পারফরম্যান্সের জন্য এতে এড্রেনো ৮১০ জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য Honor X70 স্মার্টফোনে এফ/১.৮৮ অ্যাপারচার ও OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল AI-বেসড রিয়ার ক্যামেরা উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Honor X70 স্মার্টফোনে ৮৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, এনএফসি জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট।

সাউন্ডের জন্য এতে হিস্টেন ৭.৩ অডিও টেকনোলজি সহ ডুয়েল স্টেরিও স্পিকার পাওয়া যাবে। ধুলো ও জল প্রতিরোধের জন্য ফোনটি IP66, IP68 এবং IP69 রেটিং সহ এসেছে।