Honor X7c 5G ভারতে 15 হাজার টাকার কমে 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল

অনার আজ ভারতে লঞ্চ করল তাদের নতুন বাজেট ফ্রেন্ডলি ফোন Honor X7c 5G। এর দাম রাখা হয়েছে ১৫,০০০ টাকার কম। মুখ্য আকর্ষণ হিসেবে এই ডিভাইসে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট, ৫২০০ এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। এর ডিজাইন বেশ স্লিম। আর স্মার্টফোনটি একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আসুন Honor X7c 5G এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Honor X7c 5G এর দাম ও প্রাপ্যতা

Honor X7c 5G এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের অফার সহ দাম রাখা হয়েছে ১৪,৯৯৯ টাকা। এটি ফরেস্ট গ্রিন ও মুনলাইট হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে। আগামী ২০ আগস্ট Amazon থেকে এর সেল শুরু হবে। ফোনটি সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই সহ কেনা যাবে।

Honor X7c 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

অনার এক্স৭সি ৫জি ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৮ ইঞ্চি ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, অ্যাসপেক্ট রেশিও ২০.১:৯ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৮৫০ নিটস পর্যন্ত। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে অ্যালুমিনোসিলিকেট গ্লাস ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিকওএস ৮.০ কাস্টম স্কিনে চলবে।

পারফরম্যান্সের জন্য Honor X7c 5G স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৫ ওয়াট অনার সুপারচার্জ সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল সেটআপ বর্তমান‌। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (এফ/১.৮ অ্যাপারচার) ও একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ৫ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। সাউন্ডের জন্য এতে ফেস আনলক আর সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

এর কনেক্টিভিটি অপশনের ৫জি, ৪জি ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট। এতে ৩.৫ মিমি হেডফোন জ্যাকও পাওয়া যাবে। ডিভাইসটি IP64 রেটিং সহ এসেছে, অর্থাৎ জল ও ধুলো থেকে সুরক্ষা দেবে।