Honor X7d 5G মিড রেঞ্জে 6500mAh ব্যাটারি ও 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল

মালয়েশিয়ায় আজ লঞ্চ হল Honor X7d 5G। এটি মিড রেঞ্জে এসেছে। স্মার্টফোনটি দুটি কালার অপশনে পাওয়া যাবে। আবার এতে রয়েছে ৩৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৬৫০০ এমএএইচ ব্যাটারি। আর Honor X7d 5G হ্যান্ডসেটে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৭ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে আছে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। এছাড়া এই ফোনে ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP65 রেটিং উপস্থিত।

Honor X7d 5G এর দাম ও কালার অপশন

Honor X7d 5G এর দাম এবং উপলব্ধতা সম্পর্কে এখনও কিছু ঘোষণা করা হয়নি। হ্যান্ডসেটটি কোম্পানির মালয়েশিয়ান ওয়েবসাইটে তালিকাভুক্ত আছে। এটি ডেজার্ট গোল্ড এবং ভেলভেট ব্ল্যাক কালার অপশনে এসেছে।

Honor X7d 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়াল সিমের সাথে আসা অনার এক্স৭ডি ৫জি ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ম্যাজিক ওএস ৯.০ কাস্টম স্কিনে চলবে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮০০ নিটস পিক ব্রাইটনেস সহ ৬.৭৭ ইঞ্চি এইচডি প্লাস (৭২০×১৬১০ পিক্সেল) টিএফটি এলসিডি প্যানেল আছে। পারফরম্যান্সের জন্য এতে এড্রেনো এ৬১৯ জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Honor X7d 5G স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান। এই ক্যামেরাগুলি হবে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। এই মডেলে একাধিক AI ফিচার সাপোর্ট করবে, যার মধ্যে রয়েছে এআই ইরেজার, এআই আউটপেইন্টিং এবং এআই আইস ওপেন।

এতে ফিজিক্যাল সাইড বাটন দেওয়া হয়েছে, যা ব্যবহারকারীদের একবার প্রেস করলেই কমান্ড এবং অ্যাপ চালু করতে দেবে। পাওয়ার ব্যাকআপের জন্য Honor X7d 5G স্মার্টফোনে ৬৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি IP65 ডাস্ট এবং স্প্ল্যাশ-প্রতিরোধী বিল্ড কোয়ালিটি সহ এসেছে। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ডুয়েল স্টেরিও স্পিকার, ফাইভ-স্টার SGS প্রিমিয়াম ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন।